#মুম্বই: আর মাত্র কিছুদিনের অপেক্ষা ৷ কাপুর পরিবারে আসবে আরও এক খুদে সদস্য ৷ নতুন অতিথি আসার অপেক্ষায় তাই দিন গুনছেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত ৷আর সেই সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে সন্তানকে স্বাগত জানানোর প্রস্তুতিও ৷ কিছুদিন আগেই মীরার বেবি শাওয়ার হয়েছে ঘটা করে ৷ এবার নাম ঠিক করার পালা ৷ কে দেবেন সন্তানের নাম ? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন খোদ মীরা ৷
আরও পড়ুন: রোকা হয়ে গেল নিক-প্রিয়াঙ্কার, দেখুন প্রথম ছবি
কিছুদিন আগেই একটি অ্যান্টি-এজিং কোম্পানির বিজ্ঞাপন দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছে মীরার ৷ কিন্তু মাত্র ২৩ বছর বয়সে এই ধরণের বিজ্ঞাপন করায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের শিকার হন নায়ক-পত্নী ৷ বি-টাউনের খবর, দুই সন্তান একটু বড় হলেই পাকাপাকিভাবে সিনেমায় নামবেন মীরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baby, Child, Meera Karpoor, Mira Rajput, Pregnancy, Shahid Kapoor