#মুম্বই: মালাইকা আরোরা। তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, ডান্সার। সেই সঙ্গে তাঁকে বলা হয় ফিটনেস গুরু। তাঁকে দেখলে কেউ বলবে না তাঁর ৪৭ বছর বয়স। বডি ফিটনেসে মালাইকাকে টেক্কা দিতে কেউ পারবে না। নিয়মিত তিনি যোগাভ্যাস করেন৷ তাই তো তাঁর চেহারা এখনও অনেকের ঈর্ষার কারণ৷ বয়েস যে তাঁর বাড়ছে, তা দেখে বোঝার উপায় নেই৷ ছেলের সঙ্গে তাঁকে দেখা গেলে মনে হয় যেন দুই বন্ধু৷ এবার সেই মালাইকাই যোগাসন করতে গিয়ে পড়লেন বিপাকে!
মালাইকা সব সময় কন্ট্রোভার্সিতে ঘিরেই থাকেন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের উৎসাহ কম নয়। সলমন খানের বউদি ছিলেন তিনি। আরবাজ খানের স্ত্রী ছিলেন দীর্ঘদিন। তাঁদের সন্তানও রয়েছে৷ কিন্তু এর পর তাঁর জীবনে আসেন অর্জুন কাপুর। মালাইকা ও অর্জুনের প্রেমটা জমেছিল জিমেই। সে সময় তিনি আরবাজ খানের স্ত্রী। বয়সে অর্জুন মালাইকা থেকে প্রায় ১৫ বছরের ছোট। ডিভোর্সের পর অর্জুনের সঙ্গেই রয়েছেন মালাইকা। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দু’জনের একটি ছবি পোস্ট করেছেন তিনি। অর্থাৎ এতদিন জল্পনা থাকলেও এবার নিজে থেকেই এই সম্পর্ককে সকলের সামনে নিয়ে এলেন মালাইকা৷
এবার মালাইকার শরীরচর্চা করার সময় ঘটল এক ঘটনা৷ স্যুইমিং পুলের পাশে তিনি দু’পা মেলে বসেছিলেন স্বল্পাবাসে৷ মাথা নিচু কর চলছিল শরীরচর্চা৷ কিন্তু নুডল স্ট্র্যাপ ড্রেসে মাথা ঝোকাতেই গরবর৷ বুকের বিভাজিকা স্পষ্ট হল ক্যামেরার সামনে৷ তখন হাতই ভরসা৷ সেই হাত দিয়েই জামা চেপে ধরলেন মালাইকা৷ ঢাকা পড়ল তাঁর শরীরও৷ এরপর তাঁর পোষ্য কুকুরকে নিয়ে তিনি আদর করেন৷ এবং শীতের রোদে মালকিন ও পোষ্য উপভোগ করেন৷