#মুম্বই: আর তিনি ‘খান’ নন ৷ আরবাজ খানের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সে তো অনেকদিন হল ৷ কিন্তু এতদিন পর্যন্ত নিজের নামে সঙ্গে ‘খান’ পদবি জুড়ে রেখেছিলেন বলি ডিভা মালাইকা ৷ এবার সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে নাকি ‘খান’ পদবি বাদ দিলেন তিনি।
এখানেই শেষ নয় ৷ প্রকাশ্যেই ‘এএম’লেখা লকেট পরে ঘুরছেন প্রকাশ্যেই ৷ অনেকদিন ধরে জল্পনা চলছে মালাইকার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে অর্জুন কাপুরের ৷ এবার ‘এএম’ লেখা লকেট পরে ঘুরে বেড়ানোয় তাতেই সিলমোহর পড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷
২০১৭-এর মে মাস নাগাদ আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন মালাইকা। শোনা গিয়েছিল, তার কারণ অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক। যদিও তা নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি কোনও তারকা। বিবাহ-বিচ্ছেদের পরও অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে ‘খান’ পদবি সরাননি মালাইকা। এতদিন পর সেই কাজটাই করলেন। আর তাতেই অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরদার হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।