corona virus btn
corona virus btn
Loading

যখন মাধুরীর হাতে থুতু ছিটালেন আমির...

যখন মাধুরীর হাতে থুতু ছিটালেন আমির...
  • Share this:

#মুম্বই: একসময়ে বলিউডের অন্যতম হিট জুটি ছিল মাধুরী ও আমির! ১৯৯০ সালে মাধুরী-আমিরের 'দিল' দেখলে এখনও দর্শকের 'দিল' ধক ধক করে! বৃহস্পতিবার ছিল আমির খানের জন্মদিন। ট্যুইটারে আমিরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মাধুরী! সঙ্গে আন্তরিক ছোঁয়া! স্মৃতির রাস্তা ধরে হেঁটে আসা! ফিরে দেখা শুটিং সেট-এ আমিরের সঙ্গে কাটানো মজার মুহূর্ত!

বলিউডের 'ধক ধক গার্ল'-এর মনে সেদিনের স্মৃতি আজও তরতাজা! শুটিংয়ের ফাঁকে ব্রেক! আমির মাধুরীকে বললেন, তিনি হাত দেখতে জানেন। শুনে মাধুরীর তো উত্তেজনার শেষ নেই! মুহূর্তে বাড়িয়ে দিলেন হাত! তাrপর ? 'দঙ্গল' স্টার মাধুরীর হাতের পাতায় থুতু ছিটিয়ে দিলেন। এরপরের দৃশ্য ছিল দেখার মতো! গোটা শুটিং লোকেশনে সবার মাথায় হাত! হকি স্টিক নিয়ে আমিরকে ধাওয়া করলেন মাধুরী! মাধুরী-আমির ফ্যানেদের জন্য খুব শীঘ্রই খুশির খবর আসছে! ফের পর্দায় 'ম্যাজিক' করতে আসছে এই জুটি! 'লাল সিং চাড্ডা' ছবিতে একসঙ্গে কাজ করবেন আমির, মাধুরী!

অন্য ভিডিও দেখুন-মিমি, নুসরতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাঁধভাঙা নোংরামো...

First published: March 15, 2019, 3:34 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर