#কলকাতা: কৃ্ষ্ণকলি- সিরিয়ালে এখন টানাপোড়েন তুঙ্গে। শ্যামা- নিখিলের জীবনের টানাপোড়নে টানটান আটকে রয়েছেন দর্শকরা৷ এদিকে ব্যক্তিগত জীবনেও নিখিলের উত্তেজনা চরমে৷ তৃণার সঙ্গে বিয়ে লাগল বলে৷
সম্প্রতি নিখিলকে যে অন্য কেউ আই লাভ ইউ বলে বসল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন নিখিল ওরফে নীল ভট্টাচার্য । সেখানে তিনি আইসক্রিম খাচ্ছেন। পাশে এসে বসলেন, 'কলের বউ' খ্যাত অভিনেত্রী তৃণা সাহা । তিনি নিখিল ওরফে নীলকে আই আভ ইউ বলছেন। বদলে নীল বলছেন আমি অন্য কাউকে ভালবাসি ! তারপরেই আবার বলছেন না না আমি তোমার হাসিকে ভালবাসি। " কিছুই না দুই জনে মিলে একটি মজার টিকটক ভিডিও বানিয়েছেন। আর সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই ভিডিও দেখেই তাদের ফ্যানেরা নানা মজার প্রশ্ন করেছে। শ্যামার কি হবে ? এরকম মন্তব্যও করা হয়েছে।
নীল সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ আর এই অবস্থায় একাধিক ভিডিও তিনি পোস্ট করতে থাকেন৷ এইরকম ভিডিওগুলিও দারুণ জনপ্রিয়ও হয়৷ সে তো আর বলার অপেক্ষা রাখে না৷ নতুন এক ভিডিও সম্প্রতি ধুম মাচাচ্ছে৷ ৷ সেখানে তিনি ‘হরে কৃষ্ণ হরে রাম’ গাইতে গাইতে নাচছেন৷ অবাক হলেন নাকি! ভাবছেন সিরিয়ালে তো কৃষ্ণকলির শ্যামা হরি নাম সংকীর্তণ করেন এবার কি স্বামীও সেই পথেই হাঁটলেন নাকি৷
কিন্তু না না এ সেরকম হরিনাম নয়৷ ভুল ভুলাইয়া ছবি-র গান ‘হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম ’ এই গানেই নাচছেন নিখিল৷ ভিডিওটি পোস্ট হয়েছে নিখিল অর্থাৎ নীল ভট্টাচার্যের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে৷ আর ভিডিওতে ৯১ হাজারের বেশি লাইক ও লাভ!