Home /News /entertainment /
ছেলে নাচছেন, সঙ্গে নাচছেন মা কারিনাও! পার্টিতে এমন দৃশ্যে মন খুশ সকলের

ছেলে নাচছেন, সঙ্গে নাচছেন মা কারিনাও! পার্টিতে এমন দৃশ্যে মন খুশ সকলের

 • Share this:

  #মুম্বই: ছেলে নাচছেন, সঙ্গে মাও৷ একটি পার্টিতে প্রথমে ছেলে নাচ শুরু করেন৷ ছেলেকে দেখে মা নিজেও স্থির থাকতে পারলেন না৷ শুরু হল তার নাচ৷ ব্যাস পার্টিতে উপস্থিত সকলে খুব মজা পেলেন৷ মা ও ছেলের এই ডুয়েট দেখতে সকলে ব্যস্ত হয়ে পড়লেন৷ হবেন নাই বা কেন, মা যে করিনা ও তার আদরের ছেলে তৈমুর!

  করণ জোহরের ছেলে ও মেয়ের জন্মদিনের পার্টি ছিল৷ সেখানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন করিনা, ট্যুইঙ্কেল, রানি মুখার্জি আরও অনেকে৷ তবে নায়িকাদের থেকেও আকর্ষণের কেন্দ্রে ছিলেন তাদের সন্তানরা৷ বাচ্চা পার্টি মাত করে রাখল গোটা অনুষ্ঠান৷ সেখানে তাদের সঙ্গত দিতে কখনও ছেলের সঙ্গে নাচলেন করিনা কখনও বা তাদের সঙ্গে খেলতে হল!

  এই সব দৃশ্য সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই ভাইরাল৷ কারণ নায়িকারা সন্তানদের সঙ্গে কীভাবে সময় কাটান, একসঙ্গে কী করেন, তা দেখতে সকলেই ইচ্ছুক৷ আপনিও দেখুন৷

  দেখুন করণ জোহরের ছেলে-মেয়ের জন্মদিনে তিন নায়িকা...

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Kareena Kapoor, Taimur Ali Khan, করিনা কাপুর

  পরবর্তী খবর