corona virus btn
corona virus btn
Loading

শাহরুখ প্রোপোজ করলে কি বদলে যেত শাহরুখ-কাজল সম্পর্ক? কাজলের বক্তব্যে জল্পনা!

শাহরুখ প্রোপোজ করলে কি বদলে যেত শাহরুখ-কাজল সম্পর্ক? কাজলের বক্তব্যে জল্পনা!
Photo Collected

নায়িকার উত্তরে সেই জল্পনা আরও উস্কে গেল!

  • Share this:

#মুম্বই: দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, করণ অর্জুন, কুছ কুছ হোতা হায়, বাজিগর...একের পর এক ছবি হিট৷ শাহরুখ-কাজল জুটি মানেই আলাদা একটা চমক থাকবে স্ক্রিনে৷ বলিউডের সেরা জুটিগুলির মধ্যে শাহরুখ-কাজল জুটি অন্যতম৷ তাই তো অনেক বছর পর আবার স্ক্রিনে আগুন ঝড়াতে এবং বক্স অফিসে সাফল্যের জন্য দিলওয়ালে ছবিতে অভিনয় করেছিলেন দু’জনে৷ কিন্তু অফস্ক্রিন কোনও রকম কোনও সম্পর্ক না থাকলে কি পর্দায় রাসায়ন জমে? অনেকেরই এই প্রশ্ন ছিল৷ এবার সেই প্রশ্নেরই মুখোমুখি হলেন কাজল৷ নায়িকার উত্তরে সেই জল্পনা আরও উস্কে গেল!

আরও পড়ুন বহুদিন ছেড়েছেন অভিনয়, এখন কেমন দেখতে হয়েছেন সুপারহিট নায়িকা মিঠু মুখোপাধ্যায়?

সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি প্রশ্নের উত্তর দেবেন বলেছিলেন কাজল৷ তাই একের পর এক ভক্তরে প্রশ্নের উত্তর দিয়েছেন সরাসরি৷ কাজল এমনিতেই স্পষ্ট বক্তা৷ মনের কথা খুলে বলতে পছন্দ করেন তিনি৷ এবারও তার অন্যথা হল না৷ শাহরুখকে নিয়ে প্রশ্নের যা উত্তর তিনি দিলেন, তাতে শুরু জল্পনার৷ শাহরুখ-কাজল ভাল বন্ধু৷ স্ক্রিনে দু’জনের তো আগুন ধরানো রসায়ন৷ সেই শাহরুখের সঙ্গে প্রেম বা বিয়ের ব্যাপারে কিছু ভাবেননি তিনি? এমনই এক প্রশ্ন উঠে এসেছিল৷ সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন যে তার জন্য শাহরুখকে প্রোপোজ করতে হত৷ তাহলে কি শাহরুখ প্রেমের প্রস্তাব দিলে তা মেনে নিতেন কাজল! ভক্তদের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন৷

Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram

এরপরই আবার এক ভক্তের প্রশ্ন যে শাহরুখের সঙ্গে তার সম্পর্ক কেমন? সেখানে তিনি বলেছেন যে শাহরুখ তার সারা জীবেনর বন্ধু৷ শাহরুখ ও স্বামী অজয়ের মধ্যে কে তার প্রিয় সহঅভিনেতা? সেই প্রশ্নের উত্তরেও হেঁয়ালি করেছেন কাজল৷ তিনি বলেছেন যে পরিস্থিতির ওপর নির্ভর করে কে তার জন্য ভাল৷ এরপরের প্রশ্ন ছিল কবে আবার বাদশাহের সঙ্গে জুটি বাঁধবেন তিনি? এই প্রশ্নের উত্তর শাহরুখই দিতে পারবেন বলে জানিয়েছেন কাজল৷

Published by: Pooja Basu
First published: November 29, 2019, 12:05 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर