#মুম্বই: ইরফান খান, সোনালি বেন্দ্রে, নাফিসা আলির পর এবার নাকি ঋষি কাপুরের দেহে ক্যান্সার ধরা পড়েছে? ঋষি কাপুরের শারীরিক অসুস্থতা নিয়ে এমন খবর শোনা যাচ্ছে। বিগত কয়েকমাস ধরে নিউইয়র্কে চিকিৎসাধীন ঋষি কাপুর ৷ তবে ঠিক কী হয়েছে এই বর্ষীয়ান অভিনেতার ? তা নিয়ে মুখে কুলপ এঁটেছে গোটা কাপুর খানদান ৷ কিন্তু নীতু কাপুরের সাম্প্রতিক একটি পোস্ট থেকে জল্পনা বেড়েছে কয়েকগুন ৷
ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুরের সেই পোস্ট সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ৷ বিট্রেনে গোটা কাপুর পরিবার হাজির হয়ে গিয়েছে ৷ নতুন বছরের সেলিব্রেশনে মেতেছে ঋষি কাপুরের পরিবার ৷ আর সেখানে হাজির হয়েছেন আলিয়া ভাটও ৷ আর এর মধ্যেই একটি দ্ব্যর্থক বার্তা দিলেন নীতু কাপুর ৷
যে মেসেজটি নিয়েই শুরু হয়েছে জল্পনা ৷ কিন্তু ঠিক কী লিখেছেন তিনি? নীতু কাপুর লিখেছেন,‘‘কোনও রিজোলিউশন নেই এই বছরে ৷ দূষণের মাত্রা কম হোক!! আশা করি পরবর্তী সময়ে ক্যানসার শুধুমাত্র রাশির চিহ্ন হিসেবেই থাকুক ৷ হিংসা নয়, দারিদ্রতা নয় ৷ থাকুক প্রচুর ভালোবাসা আর খুশি ৷ আর জরুরি ভাল স্বাস্থ্য ৷ ’’আর তাঁর এই বার্তাতে ‘ক্যান্সার’শব্দটি নিয়েই কথাবার্তা হতে শুরু করেছে ৷ তবে এরপরেও মুখ খোলেনি কাপুর পরিবার ৷
বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, ঋষি কাপুর নাতি থার্ড স্টেজের ক্যানসারে আক্রান্ত ৷ তবে এই খবরের সত্যতা স্বীকার করেনি ঋষি কাপুরের পরিবার ৷
One freezingggg evening in NYC A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54) onView this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cancer, Neetu kapoor, Rishi Kapoor