#সিডনি: একদিকে যেখানে বাইশ গজে তুল্যমূল্য লড়াইতে ব্যস্ত ছিল ভারত -অস্ট্রেলিয়া দুপক্ষই তখন গ্যালারিতে চলছিল মহাগুরুত্বপূর্ণ কাজ৷ গ্যালারিতেও তখন ভারত -অস্ট্রেলিয়া৷ তবে দ্বন্দ্ব নয় এ ছিল মিলন৷ গ্যালারিতে নিজের অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ডকে প্রপোজ করেন এক ভারতীয় ফ্যান৷
শুধু টিভি ক্যামেরা নয় একেবারে ক্রিকেটারদেরও চোখে পড়ে সেই দারুণ প্রেমের মুহূর্ত৷ ম্যাচের দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া যখন বাইশ গজে লড়াই চালাচ্ছিল তখনই ঘটে এই মিষ্টি রোমান্টিক মুহূর্ত৷
একেবারে ফিলমি কায়দায় গ্যালারিতে পা মুড়ে মেয়েটির পায়ের কাছে বসেন ওই ভারতীয় যুবক৷ তারপর বার করেন আংটি৷ মেয়েটি অভিভূত ৷ সঙ্গে সঙ্গেই মেয়েটি ছেলেটির প্রস্তাব হ্যাঁ বলে দেন৷
Was this the riskiest play of the night? 💍
She said yes - and that's got @GMaxi_32's approval! 👏 #AUSvIND pic.twitter.com/7vM8jyJ305 — cricket.com.au (@cricketcomau) November 29, 2020
এই সময়ে গ্লেন ম্যাক্সওয়েলকে গোটা ঘটনায় হাততালি দিতেও দেখা যায়৷ এদিকে গ্যালারিতে ভারতীয় যুবক যখন অজি কন্যার হৃদয় জয় করে নিল তখন বাইশ গজে ফের একবার অস্ট্রেলিয়ার কাছে হারই শিকার করতে হল বিরাট এন্ড কোংকে৷ এদিনের ম্যাচে ৫১ রানে হেরে সিরিজ ২-০ হেরে গেল মেন ইন ব্লু৷
এদিন টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৷ ৫০ ওভারে ৪ উইকেটে ৩৮৯ রান করে তারা৷ শতরান করেন স্টিভ স্মিথ ৷ পাহাড় সমান টার্গেট তাড়া করতে নেমে ভারত ৫০ ওভারে ৯ উইকেট খুইয়ে ৩৩৮ রান করেন৷ বিরাট ও কেএল রাহুল লড়াই করলেও ভারতীয় দলকে জয় এনে দেওয়ার জন্য তা যথেষ্ট ছিল না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs Australia, Viral Video