#মুম্বই: 'অঙ্কিতাকে ছাড়া বাঁচব না'! একসময় সাক্ষাৎকারে এভাবে নিজেদের প্রেমের ব্যাপারে সরাসরি কথা বলেছিলেন সুশান্ত সিং রাজপুত৷ সেই সুশান্তের মৃত্যুর পর থেকেই বারবার চর্চায় উঠে আসছে প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার সঙ্গে সুশান্তের সম্পর্কের কথা৷ কতটা একে অপরকে ভালবাসতেন দু’জনে, সেটা যেন সুশান্তের মৃত্যুর পর আরও জনসমক্ষে আসছে৷ তাঁদের পুরনো ছবি, একসঙ্গে দু’জনের ভিডিও সবই একে একে সামনে এসেছে৷ এ বার সামনে এল সুশান্তের এক সাক্ষাৎকার, যেখানে তিনি জানিয়েছিলেন, তাঁর জীবনে অঙ্কিতার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ৷
তাঁদের সাড়ে ৬ বছরের প্রেমের ব্যাখ্যা দিতে গিয়ে সুশান্ত বলেছিলেন যে, 'অঙ্কিতা খুবই ধৈর্যশীল, আমায় খুব ভালবাসে৷ আমিও ওকে নিয়ে খুব খুশী৷ অঙ্কিতা সুন্দরী এবং আমি ওকে ভালবাসি৷ আমি ওর সঙ্গেই থাকতে চাই'৷
তিনি আরও বলেন যে 'সম্পর্ক ভাঙার হাজার একটা অজুহাত মেলে, কিন্তু টিকিয়ে রাখার মধ্যেই আনন্দ রয়েছে৷ আমি অঙ্কিতাকে ছাড়া বাঁচব না, আমি ওর সঙ্গেই থাকতে চাই'! অর্থাৎ ভাইরাল হওয়া এই পুরনো ভিডিও থেকে স্পষ্ট যে কতটা গভীর ছিল সুশান্ত-অঙ্কিতার প্রেম৷ ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক থেকে শুরু হয় তাঁদের সম্পর্ক৷ তবে ভেঙেও যায়৷ ক্ষত অনেকটা সারিয়ে উঠেছিলেন অঙ্কিতা৷ ধীরে ধীরে এগিয়েছিলেন নতুন সম্পর্কে৷ কিন্তু সুশান্তের মৃত্যু আবার সেই পুরনো স্মৃতি ফিরিয়ে দিল অভিনেত্রীকে৷ যার সঙ্গে এখন প্রতিদিন লড়াই করতে হচ্ছে সুশান্তের প্রাক্তন প্রেমিকাকে৷