Home /News /entertainment /
কেমন বাবা হৃতিক ? ছেলেকে ঠেলে দিলেন মৃত্যুর মুখে !

কেমন বাবা হৃতিক ? ছেলেকে ঠেলে দিলেন মৃত্যুর মুখে !

হৃেহান ও হৃদানকে নিয়ে মাঝে মধ্যেই ঘুরতে বেড়িয়ে পড়েন হৃতিক ৷ বাবার সঙ্গেও খুব মস্তি করে দুই পুত্র ৷ এবার ছেলেদের ইউরোপে নিয়ে গিয়েছেন হৃতিক ৷

 • Share this:

  #মুম্বই: দাম্পত্যে বিচ্ছেদ ঘটেছে বেশকিছু বছর ৷ কিন্তু স্ত্রী সুজান এখনও তাঁর ভাল বন্ধু ৷ কঙ্গণাকাণ্ডে ভীষণভাবেই প্রাক্তন স্বামী হৃতিকের পাশে ছিলেন সুজান ৷ সুজান ছাড়াও তাঁদের দুই ছেলে হৃতিকের চোখে মণি ৷ তাঁদের   ছেলেদের নিয়ে তিনি ঘুরে বেড়াতে পছন্দ করেন ৷ হৃেহান ও হৃদানকে নিয়ে মাঝে মধ্যেই ঘুরতে বেড়িয়ে পড়েন হৃতিক ৷ বাবার সঙ্গেও খুব মস্তি করে দুই পুত্র ৷ এবার ছেলেদের ইউরোপে নিয়ে গিয়েছেন হৃতিক ৷

  আরও পড়ুন সিরিয়ালের বকুল আসলে কাকে ভালবাসেন, জানেন ?

  ঘুরে বেড়াচ্ছেন অলিগলি, রাস্তা ৷ গাড়িতে যেমন চলছে মজা তেমনই পায়ে হেঁটেও ঘুরতে হচ্ছে সবাইকে ৷ এইভাবে ছেলের অভ্যস্ত করাচ্ছেন বাবা, দিচ্ছেন জীবনের পাঠ ৷ এমনই করতে গিয়ে হৃতিক ছেলেদের ঠেলে দিয়েছেন বিপদের মুখেই ! অ্যাডভেঞ্চার স্পোর্টসে ছেলেদের হাতেখড়ি করালেন হৃতিক ৷ ফ্লাইং ফক্সে তুলে দিলেন ছেলেকে ৷ এই খেলায় তারের ওপর দিয়ে ঝুলবে তাঁর ছেলে ৷ হলও তাই ৷ প্রথমটা ভয়, তারপর ভয়কে জয় করতে শিখল ছোট হৃেহান ও হৃদান ৷

  ছেলেদের নিয়ে বেড়াতে বেড়িয়েছেন হৃতিক ৷ Photo Courtesy : Instagram ছেলেদের নিয়ে বেড়াতে বেড়িয়েছেন হৃতিক ৷ Photo Courtesy : Instagram

  আরও পড়ুন আপনার মেয়েকে বিয়ে করতে চাই, বাস্তবেই জুহি চাওলার বাবাকে প্রস্তাব দিয়েছিলেন সলমন

  বাবা চান ছেলেরা যাতে হয়ে উঠুক অ্যাডভেঞ্চার প্রিয় ৷ শুধু তাই নয়, ছেলেদের জীবনে ভয়কে হারাতে শেখাতে চান এই হিরো ৷ ঠিক যেমন ঘটেছিল জিন্দেগি না মিলেগি দোবারা ছবিতে !

  First published:

  Tags: Bollywood Actor, Hrithik Roshan

  পরবর্তী খবর