corona virus btn
corona virus btn
Loading

পোশাকে সাধারণ, কিন্তু গানের ছন্দে যা কোমর দোলালেন স্বপ্না, পুরুষ হৃদয়ে ঝড়, রইল ভিডিও

পোশাকে সাধারণ, কিন্তু গানের ছন্দে যা কোমর দোলালেন স্বপ্না, পুরুষ হৃদয়ে ঝড়, রইল ভিডিও
  • Share this:

#মুম্বই: উত্তর ভারতের সেনসেশন তিনি৷ তার নাচের ভক্ত বহু মানুষ৷ তিনি স্টেজে উঠলেই যেন স্টেজে জ্বলে ওঠে আগুন৷ তিনি স্বপ্না চৌধুরী৷ কোনও রকম নাটকীয়তায় তিনি বিশ্বাসী নন৷ তাই তো একেবারে সাধারণ পোশাকেই স্টেজে উঠে পড়েন তিনি৷ দর্শকও তাকে সাধারণ সালওয়ার-কুর্তায় দেখে অভ্যস্ত৷ কিন্তু একবার স্বপ্নার নাচ শুরু হলে দর্শকমনেও হিল্লোল ওঠে৷ বয়সের ভেদাভেদ ভুলে সকলেই একসঙ্গে ছন্দে পা মেলাতে থাকেন৷

এবার এক হরিয়ানভি নাচের সঙ্গে শরীর দোলালেন স্বপ্না৷ হলুদ ড্রেসে তাকে দেখতেও লাগছিল অনবদ্য৷ একই রকমভাবে স্বপ্নার নাচ শুরু হতে উড়ল টাকা৷ ভিডিও সামনে আসতেই হল ভাইরাল! দেখুন ---

First published: December 5, 2019, 11:36 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर