#মুম্বই :অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) শনিবার আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না৷ চার মাস বাদে ছেলের সঙ্গে দেখা হল ‘বাবা’ হার্দিকের৷ আর দেখা হওয়ার পরেই একেবারে আন্তর্জাতিক ক্রিকেটারের দায়িত্ব ছেড়ে বাবা -র দায়িত্বে ব্যস্ত হয়ে পড়েন হার্ড হিটার৷ ২৭ বছরের হার্দিক গত কয়েক মাস ধরে ক্রিকেট খেলতে ব্যস্ত৷ প্রথমে আইপিএল (IPL 2020) চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ন্সের (MI) দায়িত্ব তারপর অস্ট্রেলিয়ার (Ind vs Aus) বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট৷
হার্দিক পান্ডিয়া নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ছেলকে বোতল থেকে দুধ খাওয়ানোর ছবি শেয়ার করেছেন৷ ক্যাপশনে লিখেছেন "From national duty to father duty," -অর্থাৎ জাতীয় দলের দায়িত্ব থেকে বাবার দায়িত্ব৷ সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হার্দিকের এই ছেলেকে খাওয়ানোর ছবি৷
এ বছর ৩০ জুলাই বাবা হন হার্দিক ৷ কিন্তু তারপরেই আইপিএল খেলার জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) চলে যেতে হয়েছিল তাঁকে৷ এক মাসেরও কম বয়সী খুদেকে মা নাতাশা স্ট্যানকোভিচের (Natasha Stankovic) দায়িত্বে রেখে চলে যেতে হয়েছিল তাঁকে৷ মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে ২ মাসেরও বেশি বায়ো বাবলে ছিলেন তিনি৷ তারপর তিনি অস্ট্রেলিয়ায় গিয়ে জাতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন তিনি৷
এদিকে হার্দিকের সঙ্গে ছেলের দুষ্টুমিষ্টি খুনসুটির মুহূর্ত শেয়ার করেছেন নাতাশা স্ট্যানকোভিচও৷ ছেলেকে কোলে নিয়ে বসে রয়েছেন হার্দিক৷ দেখে নিন সেই ভিডিও- একদিনের মধ্যে ভিডিওটি ১২ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে৷ অর্থাৎ হার্দিক পুত্র অগ্যস্তের ভিডিও মুহূর্তেই হয়েছে ভাইরাল (Viral Video)
অস্ট্রেলিয়া সফরে হার্দিক সেরা পারফরমার৷ একদিনের ক্রিকেটে তিনি দলের হয়ে সর্বোচ্চ ২১০রান করেছিলেন৷ পাশাপাশি তাঁর গড় ছিল ১০৫৷
পাশাপাশি টি টোয়েন্টি সিরিজেও তাঁর পারফরম্যান্স ছিল নজর কাড়া৷ দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাটেই সিরিজ জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া৷ তিনি ম্যান অফ দ্য সিরিজও নির্বাচিত হন৷
এই মুহূ্র্তে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে৷ প্রথম টেস্ট ম্যাচ খেলে বিরাট (Virat Kohli) দেশে ফিরে যাবেন৷ ভারতীয় বোর্ডের (BCCI) কাছ থেকে তিনি পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন৷