corona virus btn
corona virus btn
Loading

এমির মঞ্চে প্রিয়াঙ্কার নাম ভুল উচ্চারণ, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

এমির মঞ্চে প্রিয়াঙ্কার নাম ভুল উচ্চারণ, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

সেকি ! শেষমেশ বিদেশের মাটিতে প্রিয়াঙ্কার নাম উচ্চারণে ভুল ! ঘটনাটা মোটেই মানতে পারছে না সোশ্যাল মিডিয়ায় সর্বদা থাকা নেটিজেনরা ৷

  • Share this:

#লস এঞ্জেলেস: সেকি ! শেষমেশ বিদেশের মাটিতে প্রিয়াঙ্কার নাম উচ্চারণে ভুল ! ঘটনাটা মোটেই মানতে পারছে না সোশ্যাল মিডিয়ায় সর্বদা থাকা নেটিজেনরা ৷ প্রিয়াঙ্কার অনুরাগীরা তো ক্ষেপে লাল৷ সবার মুখে একটাই কথা, এমন তো কঠিন নাম নয় প্রিয়াঙ্কা চোপড়া, তাতে ভুল উচ্চারণ !

কাণ্ডটা হল, এমি পুরস্কারে আমন্ত্রিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ পুরস্কার দেওয়ার জন্য প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন সঙ্গে ছিলেন অভিনেতা অ্যান্টনি অ্যান্ডারসন। ‘আউটস্ট্যান্ডিং ভ্যারাইটি টক সিরিজ’-এর সেরা বাছাইকে পুরস্কার দেওয়ার কথা ছিল দু’জনের। ঠিক সময় মতো সঞ্চালক নামও ডাকলেন প্রিয়াঙ্কার, তবে চোপড়া বলতে গিয়ে সঞ্চালক বলে উঠলেন চোপপা !

তবে গোটা কাণ্ডে কিছুই বলেননি প্রিয়াঙ্কা ৷ চুপচাপ পুরস্কার দিয়ে স্টেজ থেকে নেমে এসেছেন ৷ কিন্তু সঞ্চালকের এই কীর্তিতে ক্ষেপে লাল নেটিজেন ৷ সোশ্যাল নেটওয়ার্কে সঞ্চালককে একেবারে তুলোধোনা করছেন প্রিয়াঙ্কার অনুরাগীরা ৷

First published: September 18, 2017, 2:15 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर