#মুম্বই : ল্যাকমে ফ্যাশন উইক ২০২০ -র পঞ্চম দিনে কেলেঙ্কারি ৷ ওয়ার্ডোব ম্যালফাংশন এখন আর কারোর অজানা শব্দ নয় ৷ কৃষ্ণ কোটিওয়র শো স্টপার হয়েছিলেন বলিউডের দিব্যা খোসলা কুমার ৷ র্যাম্পে হাঁটার সময় খুলে গেল লেহঙ্গা ৷
ভিডিওতে দেখা দেছে রূপোলি লেহঙ্গায় হাঁটছেন দিব্যা কুমার খোসলা ৷ পরণের লেহঙ্গা নিয়ে হাঁটতে অসুবিধা হচ্ছিল ৷ তাই সেটাকে ঠিক করার চেষ্টা করছিলেন দিব্যা ৷ কিন্তু এরপর দেখা যায় পরের মুহূর্তেই খুলে যায় সেই লেহঙ্গাটি ৷ দেখে নিন সেই ভয়ানক মুহূর্তের ভিডিও ৷
ভিডিওতে দেখা গেছে লেহঙ্গা খোলার মুহূর্তে দারুণভাবে সামাল দেন ৷ প্রথমেই মুখ ঘুরিয়ে নেন ৷ তারপর হাত দিয়ে খোলা জায়গাটি আটকে কোনওরকমে সামাল দেন দিব্যা খোসলা ৷
আরও পড়ুন - ‘বসন্ত এসে গেছে’-চুটিয় প্রেমে ব্যস্ত খুদেরা, হেসে খুন নেটিজেনরা, দেখুন ভাইরাল ভিডিও
আসলে সকলেই পেশাদার পাশাপাশি লজ্জার বিষয়টিও সবার নজরে থাকে ৷ সেইভাবেই নিজের পেশাদারিত্বকে সম্মান দিয়ে লজ্জা ঢাকলেন দিব্যা ৷ পোশাক খুলে স্টেজেই পড়ে যাওয়ার চূড়ান্ত লজ্জা থেকে বাঁচলেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।