corona virus btn
corona virus btn
Loading

নায়িকার বক্ষদেশে আঁচল নাকি সরু ফিতে! নিন্দার ঝড়, ভিডিও দেখেই বুঝুন

নায়িকার বক্ষদেশে আঁচল নাকি সরু ফিতে! নিন্দার ঝড়, ভিডিও দেখেই বুঝুন
Photo - Representive
  • Share this:

#নয়াদিল্লি : বলিউডের সুপারস্টার সলমান খানের নতুন ছবি ভারত মুক্তি পাবে ইদে ৷ তার আগে জবরদস্ত প্রমোশন শুরু হয়ে গেছে এই ছবির ৷ ছবিতে স্লো মোশন বলে একটি গানে ভাইজানের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে দিশা পাটানিকে ৷

এই গানে দিশা পাটানির পরণে হলুদ শাড়ি ৷ কোথায় শাড়ি এই নিয়েই লোকে প্রশ্ন তুলেছেন ৷ আসলে উন্মুক্ত বক্ষদেশে এক চিলতে শাড়ির পাল্লু পড়ে রয়েছে ৷ তবে সমালোচনা যা হোক তা নিয়ে ২৪ ঘন্টার মধ্যে ২৪ লক্ষ ভিউ পেরিয়ে গেছে ৷ যদিও এই শাড়ি নিয়ে যতই সমালোচনা হোক বিভিন্ন ফ্যাশন ডিজাইনাররা এর মধ্যে কোনও দোষই পাচ্ছেন না ৷

Photo Courtesy- Youtube Video Grab Photo Courtesy- Youtube Video Grab

ফ্যাশন ডিজাইনার গুরুঙ্গ শাহ মনে করেছেন , ‘‘প্রত্যেকের স্বাধীনতা রয়েছে কী করে নিউ স্টাইল করা যায় ৷ কিন্তু শাড়ির একটা নিজস্বতা আছে সেটা কেড়ে নেওয়া উচিত নয় ৷ প্রতিটা প্রজন্মের জন্য শাড়ি একটা দারুণ পোশাক ৷ এটা আমাদের সভ্যতা ও সংস্কৃতির পথিক ৷ ’’

ডিজাইনার ওয়ারিজা বাজাজ বলেছেন, ‘‘দর্জিরা শাড়ি, শাড়ি-গাউন, লেহঙ্গা শাড়ি, শাড়ি ও জিনস অনেকরকম হচ্ছে ৷ কোনও ডিজাইনার যদি এটা নিয়ে পরীক্ষানীরিক্ষা করেন তাহলে একটা সরু সুতোর ওপর থাকে বিষয়টা ৷ ’’

রীতু কুমার মনে করছেন ডিজাইনার এতে কোনও নিয়ম ভাঙেননি ৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও ৷

  আরও দেখুন
First published: April 29, 2019, 5:31 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर