• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • GOSSIP BOLLYWOOD SINGER SONU NIGAM REACTS FUNNILY WITH FAN WHO WISH TO TAKE SELFIE WITH HIM

সেলফি তোলার আবদার, ভক্তের হাত মুচকে দিলেন সোনু নিগম ! দেখুন ভিডিও

Photo Courtesy: Instagram

 • Share this:

  #মুম্বই: বলিউড সেলেবদের সঙ্গে সেলফি তোলার শখ কার নেই বলুন তো ? আর তিনি যদি নামি দামী হন তাহলে তো কথাই নেই ৷ এমনই তারকাদের সঙ্গে ছবি তুলতে চিরকালই আবদার করে থাকেন ভক্তরা ৷ এমনই দাবি জানিয়েছিলেন বলিউড গায়ক সোনু নিগমের এক ভক্ত ৷ কিন্তু এই আবদারে সোনু যা করলেন তাতে অবাক হলেন সকলেই ৷

  ইদানিং বেশ কিছু বিষয় নিয়ে বিতর্কে এই গায়ক ৷ অনেক কিছু নিয়েই মন্তব্য করে বেশ শোরগোল ফেলেছিলেন তিনি ৷ এবার আবার এক ফ্যানের সঙ্গে যা করলেন সেই ভিডিও দেখে কি যে প্রতিক্রিয়া দেওয়া যায়, বোঝাই যাচ্ছে না ৷

  আরও পড়ুন ছেলের এই কাজে চোখে জল এসেছিল অমিতাভের...

  খ্যাতনামা গায়ককে দেখে সেলফি তোলার আবদার জানান এক ভক্ত ৷ ব্যাস সোনুও গেলেন এগিয়ে ৷ কিন্তু তারপরই ভক্তের হাত দিলেন ঘুরিয়ে ৷ ভক্তের যে বেশ ব্যাথা লাগল তা স্পষ্ট ৷ কিন্তু তারপরও তিনি হাসিমুখে তুললেন ছবি ৷ সোনুকেও দেখা গেল বিন্দাস মুডে, যেন কিছু হয়নি ! দেখুন ভিডিওটি ...

  First published: