corona virus btn
corona virus btn
Loading

জন্মদিনের পার্টিতে তৈমুর বাজালো ড্রাম, নাচলো অন্য শিশুরা, দেখুন ভাইরাল ভিডিও

জন্মদিনের পার্টিতে তৈমুর বাজালো ড্রাম, নাচলো অন্য শিশুরা, দেখুন ভাইরাল ভিডিও
Photo Courtesy: Instagram

বাবা সইফ আলি খান ভাল গিটার বাজান৷ নিজের একটি ব্যান্ডও ছিল তার৷ ছেলেও অবিকল বাবার মতো হয়েছে৷

  • Share this:

#মুম্বই: তার রক্তেই রয়েছে ফিল্ম৷ মা করিনা, বাবা সইফ আলি খান৷ তাহলেই বুঝুন৷ নাচ-গান তো তৈমুরকে আলাদা করে শেখাতে হবে না৷ সে নিজেই করতে পারবে৷ তারই নমুনা মিলল এক জন্মদিন পার্টিতে৷ যেই পার্টিতে হাজির ছিল অন্য বলি টাউনের বাচ্চারাও৷ ছিল করণ জোহরের ছেলে ও মেয়ে৷ সঙ্গে সোহা আলি খানের মেয়ে ইনায়া৷ তৈমুরের ড্রামের তালে তালে নাচল সকলে৷ সেই ভিডিও দেখেই মন ভরছে দর্শকদের৷

বাবা সইফ আলি খান ভাল গিটার বাজান৷ নিজের একটি ব্যান্ডও ছিল তার৷ ছেলেও অবিকল বাবার মতো হয়েছে৷ সুর-তাল ও ছন্দের মাত্রাজ্ঞান তৈরি হয়েছে তৈমুরের৷ তাই তো সামনে ড্রাম দেখে হাত দিয়ে তাতে তাল দিতে শুরু করল সে৷ সেই দেখেই একের পর এক ফোটোগ্রাফার ছবি তুলতে শুরু করলে তৈমুরের৷ এমনিতেই ছোট থেকেই তৈমুর স্পটলাইটে থাকে৷ এখানেও তার ব্যতিক্রম হল না৷ তৈমুরের সেই তালে সকলেই বেশ মজা পেল ও নাচতে শুরু করল৷

দেখুন বলিউডের স্টার কিডসরা কীভাবে মজা করল করণ জোহরের ছেলের জন্মদিনে৷ ভিডিও ভাইরাল৷

First published: February 8, 2020, 5:29 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर