#মুম্বই: বলিউড (Bollywood) ছবিতে ডান্স নম্বরের রমরমা৷ এই ডান্স আইটেম নাচিয়েদের মধ্যে দৌড়ে যাঁরা এক নম্বরে থাকেন তিনি নোরা ফতেহি(Nora Fatehi) ৷ নিজের দারুণ বেলিড্যান্স আর অপূর্ব রূপ দিয়ে তিনি মাতোয়ারা করে দেন ফ্যানদের৷ নোরা ফতেহি (Nora Fatehi Dance Video) সোশ্যাল হ্যান্ডেলে ফ্যান ফলোয়ারের সংখ্যা লক্ষ লক্ষ৷
নোরা ফতেহির ছোড় দেঙ্গে সামনেই মুক্তি পেতে চলেছে৷ সেখানে এখনকার অবধি সবচেয়ে দেশি অবতারে দেখা গেছে নোরা ফতেহিকে৷ নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি৷ নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি নিজের টিজার রিলিজ করেছেন ৷
ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সুপারহিট৷ দেখে নিন সেই ভিডিও৷
View this post on Instagram
এরপরে তিনি এই সংক্রান্ত আরও একটি টিজার রিলিজ আপলোড করেছেন৷ সেখানেও লাল পোশাকে আগুন লাগাচ্ছেন লাস্যময়ী বম্বশেল৷
View this post on Instagram
এই ভিডিওগুলির ভিউ হয়েছে লক্ষ লক্ষ৷ আর ফ্যানরা একেবারে দেশি অবতারে নোরা ফতেহিকে দেখে একেবারে রসে নিমজ্জিত হয়েছেন৷