#মুম্বই : বলিউডে বেশ কয়েকটি হিট ছবি দিয়ে ইতিমধ্যেই সেলিব্রিটি তারকা হয়ে গেছেন সুশান্ত সিং রাজপুত ৷ কাই পো চে, শুদ্ধ দেশি রোমান্স, এমএসধোনি -দ্য আনটোল্ড স্টোরি, কেদারনাথ, ছিছোঁরে -র মতো সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি ৷ কিন্তু হঠাৎই লকডাউনের বাজারে তাঁর জন্য দুঃখের খবর ৷ তাঁর পূর্বতন ম্যানেজার দিশা সালিআন বহুতল থেকে লাফিয়ে আত্মহত্যা করেন ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷
ইতিমধ্যেই দিশার বাবা- মাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷ যাঁর সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল তাঁকে এখনও জিজ্ঞাসাবাদ করেনি ৷ তবে কী কারণে আত্মহত্যা তা নিয়ে অবশ্য এখনও কোনও বয়ান দেয়নি পুলিশ ৷
বলিউডের এক বিখ্যাত পাবলিক রিলেশন ম্যানেজার ছিলেন দিশা ৷ সুশান্ত ছাড়াও তিনি রিয়া চক্রবর্তীর ম্যানেজারের কাজ করেছেন ৷
লকডাউনের সময় একাধিক এই ধরণের ঘটনা সামনে আসছে ৷ যেখানে বিনোদন জগত থেকে সম্পর্কিত মানুষরা নিরাশাগ্রস্ত হয়ে পড়েছেন ৷
সুশান্ত সিং রাজপুতের কেরিয়ার দিশার সময় থেকেই সাফল্যের দিকে দিকে যেতে শুরু করেছিল ৷ ২০০৮ থেকে ২০১১, দিস দেশে মে হ্যায় মেরা দিল, জারা নচকে দিখা ঝলক দিখলা যা নামের টিভি শোতে কাজ করতেন তিনি৷ তাঁর টিভিতে সুপারহিট কাজ ছিল পবিত্র রিস্তা৷ বলিউডে সুশান্তের প্রথম কাজ কাই পো চে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Gossip, Sushant singh Rajput