#মুম্বই: বিপাশা বসুর জন্মদিনে সকলেই জানাচ্ছেন শুভেচ্ছা৷ স্বামীর সঙ্গে নিজেই ছবি পোস্ট করে নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন বং সুন্দরী৷ বিপাশার জন্মদিনে স্বামী করণ জনসমক্ষে চুমুও খেয়েছেন৷ তাদের বিখ্যাত মাঙ্কিলাভ ট্যাগ দিয়ে সেই ছবি প্রায় লাখখানেক ভক্ত লাইকও করেছেন৷ কিন্তু সুন্দরীর মন কাড়ল এই পুঁচকে৷ অভিনেত্রী লিখলেন যে তোমার শুভেচ্ছায় আমার মন ভরে গিয়েছে৷ এতটাই খুশি হয়েছি আমি যে আমার চোখে জল চলে এসেছে৷ কে এই পুঁচকে? কী স্পেশ্যাল সম্পর্ক তার বিপাশার সঙ্গে?
আরও পড়ুন CCTV-র হাড়হিম করা ফুটেজ! পার্কিং-এ থাকা গাড়ির ওপর কীভাবে হামলা হল দেখুন...
খুবই মিষ্টি এই ছোট মেয়েটি৷ বয়সেও সে অনেকটাই ছোট৷ কথাও বলতে পারে না৷ কারণ বিপাশাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো তার মা-বাবা৷ ছোট্ট মেয়েকে কোলে নিয়ে হ্যাপি বার্থডে গাইলেন তারা৷ আর পুঁচকে ভুবন ভোলানো হাসিতে মন ভরালো সকলের৷
ভিভান ও নিখিলা ভাথেনার সন্তান নিভয়া৷ বিপাশার পারিবারিক বন্ধু ভিভান টেলিভিশনের পরিচিত মুখ৷ তার সন্তান নিভয়া বিপাশার খুবই প্রিয়৷ আর সত্যি তো জন্মদিনে এমন মিষ্টি বাচ্চাকে দেখে কার না মন ভালো হয়৷ সুন্দরী বিপসেরও তাই হলো৷ তিনি খুবই খুশি হলেন এমন শুভেচ্ছায়৷ আপনারও দেখুন মন ভাল করা এই ভিডিও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bipasha Basu, Birthday, Bollywood