Home /News /entertainment /
বাপ্পিদার সোনা-গয়না গেল কোথায়?

বাপ্পিদার সোনা-গয়না গেল কোথায়?

সোনা নেই, তাই দুঃখে বাপ্পি দা

সোনা নেই, তাই দুঃখে বাপ্পি দা

 • Share this:

  # মুম্বই: সোনার টুকরো ছেলে তো কথাতেই আছে ৷ তবে সোনায় মোড়া ছেলের কনস্পেট তৈরি করেছেন বাপ্পিদা ৷ বাপ্পিদা বলতেই মনে আসবে গা ভরা ভরি ভরি সোনা ৷ লক্ষ্য করেছেন নিশ্চয়ই, সেই সোনার ভারেই তাঁর চলা ফেরার গতি হয়েছে ধীর ৷ আর এই সোনার গয়নারই কোন খোঁজ নেই ৷ বাপ্পিদার গা এখন খালি ! যেটা মোটেও মানাচ্ছে না এই সুরকারকে ৷

  নিজের গানে তিনি বলেছেন বটে 'সোনা নেহি, চাঁদি নহি, প্যায়ার তো মিলা আরে প্যায়ার কর লে' ৷ তবে মনে মনে তো তিনি সোনা ছাড়া ভাবতেও পারেন না ৷ কিন্তু কোথায় গেল বাপ্পিদার সোনা ? সেই খোঁজে তোলপাড় দেশ ৷ হবে নাই বা কেন বাপ্পি দাকে এভাবে দেখতে কার ভাল লাগে ? তাঁর ও মন খারাপ ৷ বাড়িতে একা একাই গেয়ে চলেছেন 'সোনা কোথায় ? সোনা কোথায় ?'

  আরও পড়ুন  বলিউডের নতুন সুপারহিরো ভবেশ যোশী

  কার কাছে আছে বাপ্পি দার সোনার খোঁজ, তাকেই যে খুঁজছেন বাপ্পিদা ৷ কারণ সোনা ছাড়া কিছুতেই নিজেকে ভাল রাখতে পারছেন না বলিউডের জনপ্রিয় সুরকার ৷ ভারতীয়দের কাছে লক্ষ্মীর প্রতীক মানা হয় সোনাকে ৷ আর সোনা ছাড়া লক্ষ্মী লাভের আশাও ক্ষীণ ৷ উপলব্ধি বাপ্পিদার ৷

  First published:

  Tags: Bappi lahiri, Bappi lahiri gold, Power of gold

  পরবর্তী খবর