#মুম্বই: সুশান্তের মৃত্যুতে তিনি খুবই দুঃখ পেয়েছেন৷ ৬ বছরের গভীর প্রেম ভেঙেছিল৷ কিন্তু কখনও কল্পনাও করতে পারেননি যে সুশান্ত চিরতরে তাঁদের ছেড়ে চলে যাবেন৷ ১৪ জুন সুশান্তের মৃত্যুর খবর শুনে অঙ্কিতা কোনও প্রতিক্রিয়া দিতে পারেননি৷ শুধু অঝোরে কেঁদেছিলেন৷ পরে অবশ্য সুশান্তের বান্দ্রার বাড়ি গিয়েছিলেন৷ এবার সুশান্তের জন্য স্মরণসভার আয়োজনও হতে চলেছে৷
হিন্দি ধারাবাহিক পবিত্র রিস্তার সেটে সুশান্ত-অঙ্কিতার প্রেম শুরু৷ সুশান্তের সঙ্গে একপ্রকার বিয়েও ঠিক হয়ে গিয়েছিল অঙ্কিতার৷ সুশান্তের বাবা ও পরিবার চিনত অঙ্কিতাকে৷ এমনকি সুশান্তের পটনার বাড়িতেও গিয়েছিলেন অঙ্কিতা৷ কিন্তু সেই সবই এখন অতীত৷ সুশান্তের মৃত্যুর পর বান্দ্রায় সুশান্তের বাড়ি গিয়েছিলেন৷ তারপর অঙ্কিতা দেখা করেন একতা কাপুরের সঙ্গে৷ একতা কাপুরের প্রযোজনায় পবিত্র রিস্তাতে একসঙ্গে অভিনয় করতেন সুশান্ত ও অঙ্কিতা৷
আরও পড়ুন সুশান্তের ছবির গানগুলি মন ছুঁয়ে যায়! সেই গানেই তাঁকে শ্রদ্ধা গায়িকা নেহার
সুশান্তের মৃত্যুতে অঙ্কিতা কতটা ভেঙে পড়েছেন, সে বিষয়ে জানিয়েছেন পবিত্র রিস্তা ধারাবাহিকের আরও এক অভিনেত্রী প্রার্থনা বেহরা৷ তিনি বলেন, 'সুশান্তের মৃত্যুর খবর পেয়ে অঙ্কিতাকে ফোন করি৷ ততক্ষণে ও জেনে গিয়েছিল খবরটা৷ খুবই কান্নাকাটি করছিল৷ পাগলের মতো কাঁদছিল অঙ্কিতা৷ কিন্তু জীবনে তো এগিয়ে যেতে হয়৷ অঙ্কিতারও নতুন সম্পর্ক হয়েছে৷ আশা করি সেই সম্পর্কে অটুট থাকবে৷ অঙ্কিতা খুবই আবেগপ্রবণ ও স্পর্শকাতর৷ প্রাক্তন প্রমিক সুশান্তের মৃত্যুতে ও খুবই ভেঙে পড়েছে৷'
মুম্বইয়ের পবনহংস শশ্মানে দাহ করা হয় সুশান্তের দেহ৷ গঙ্গায় ভাসানো হয় তাঁর অস্থি৷ পরিবারের পক্ষ থেকে শ্রাদ্ধানুষ্ঠান করা হয়৷ তাঁর মৃত্যুতে সুশান্তের নামে একটি ফাউন্ডেশন খোলার কথা ঘোষণা করেছে রাজপুত পরিবার৷ যা উঠতি প্রতিভাদের অর্থ সাহায্য করবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।