• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বুড়ো হাড়ে ভেলকি, পাঁইপাঁই করে দৌড়চ্ছেন অনিল কাপুর, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বুড়ো হাড়ে ভেলকি, পাঁইপাঁই করে দৌড়চ্ছেন অনিল কাপুর, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Photo Courtesy- Anil Kapoor/ Instagram

Photo Courtesy- Anil Kapoor/ Instagram

বয়স শুধুমাত্র একটা সংখ্যা!!!

 • Share this:

  #মুম্বই:  আশির দশক থেকে সিলভারস্ক্রিন কাঁপাচ্ছেন, একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ৷ বেটা, জামাইরাজা, কিষন কানাহাইয়ার মতো সিনেমা নিয়ে নব্বইয়ের দশকে ধামাল মাচানোর পর আজও একের পর এক কাজ করে যাচ্ছেন ৷ শ্রীদেবী-মাধুরীর সঙ্গে যেরকম সাবলীল ছিলেন ঠিক ততটাই সাবলীল কাজল, সমীরা রেড্ডি, কোয়েনা মিত্র দের সঙ্গেও ৷ এখন যখন তাঁর মেয়ে সোনম কাপুরের বলিউডের স্টাইল ডিভা পাশাপাশি একাধিক সিনেমা করছেন তখনও নিজের ধারা বজায় রেখে চুটিয়ে অভিনয়ক করে দর্শকদের মন ভরিয়ে দেন অনিল কাপুর ৷

  বয়স ষাটের কোঠা পেরোলেও কাজে বার্দ্ধক্যকে থাবা বসাতে দেননি তিনি ৷ এখনও এই সোশ্যাল মিডিয়ার জমানায় তিনিও একেবারে সুপার অ্যাকটিভ তা সে ভাইঝি-র জন্মদিনে তাঁকে উইশ করা হক বা নিজের ভিডিও পোস্ট করা ৷

  আরও পড়ুন - বহু পুরুষের ঘুম ওড়ানো বলি সুন্দরী জয়াপ্রদার বিরুদ্ধে জারি অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা

  নিজের ফিটনেস স্কিল বাড়ানোর জন্য নানারকম কাজ করেন বলি অভিনেতারা ৷ আর সোনমের বাবা-র পছন্দ হল দৌড় ৷ যেভাবে নিজের সম্প্রতি পোস্ট করা ভিডিওতে পাঁইপাঁই করে তিনি দৌড়ছেন তা দেখে অবাক হয়ে যাবে তথাকথিত ‘তরুণ’-রাও ৷ আর তাই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরালও হয়েছে ৷ মাত্র ২ ঘন্টার মধ্যেই ভিডিও-র ভিউ পৌঁছেছে ৩৫ হাজারে ৷ দেখে নিন সেই ভিডিও ৷

  View this post on Instagram

  Takht Prep Mode on! #alwaysupforarun @karanjohar

  A post shared by anilskapoor (@anilskapoor) on

  Published by:Debalina Datta
  First published: