Home /News /entertainment /
সইফের প্রথম স্ত্রী, সারার মা! এই বয়সেও মেয়েকে নিয়ে নামলেন জলে, তারপর উঠল ঝড়...

সইফের প্রথম স্ত্রী, সারার মা! এই বয়সেও মেয়েকে নিয়ে নামলেন জলে, তারপর উঠল ঝড়...

Photo Courtesy: Instagram

Photo Courtesy: Instagram

স্যুইম স্যুট পরে তিনি নেমে পরলেন জলে৷ তবে জলে সাঁতার কাটলেন না৷

 • Share this:

  #মুম্বই: সারা আলি খানের মা৷ সইফের প্রথম পক্ষের স্ত্রী৷ এখন তিনি মায়ের চরিত্রেই অভিনয় করেন৷ কিন্তু সেই অমৃতা সিং-এর জ্বলওয়া দেখলে অবাক হবেন৷ স্যুইম স্যুট পরে তিনি নেমে পরলেন জলে৷ তবে জলে সাঁতার কাটলেন না৷ তিনি উঠলেন ওয়াটার বাইকে৷ মায়ের পিছন সিটে বসলেন মেয়ে সারা৷ স্পিডে ওয়াটার বাইক চালিয়ে জলেই ঝড় তুললেন অমৃতা৷ অমৃতা নিজে ভীষণ ডাকাবুকো৷ তার ছবিতে তেমন ছাপ পাওয়া গিয়েছে৷ তাকে অনেক সময়ই টমবয় হিসেবে চিহ্নিত করা হত৷ তিনি স্ত্রিনে খুবই সাবলীল৷ তার সেই চরিত্রই সকলের প্রয়োজন৷ এখনও যে তিনি সমানভাবে স্বতঃস্ফূর্ত তা এই ভিডিও দেখেই বোঝা গিয়েছে৷ সমুদ্রে বেড়াতে গিয়ে সারা নয়, অমৃতাই বেশি চনমনে৷ তাই তো মায়ের ওপর ভরসা করেই সারাও চাপলেন ওয়াটার স্পোর্টসে৷ আর পেলেন দারুণ মজা৷

  সারা খুবই নির্ভরশীল তার মায়ের ওপর৷ যে কোনও সাক্ষাৎকারে তিনি বলেন যে মা অমৃতাই তার জীবনের সবকিছু৷ মায়ের জন্যই এই জায়গায় পৌঁছেছেন তিনি৷ সইফ ও অমৃতার সন্তান সারা৷ কিন্তু সারা যখন বেশ ছোট, তখনই ডিভোর্স হয়ে যায় সইফ ও অমৃতার৷ তারপর থেকে অমৃতাই সামলেছেন তার ছেলে ও মেয়েকে৷ একা মানুষ করে তুলেছেন সন্তানদের৷ সারা এখন বলিডের স্টার৷ আব্বা সইফ ও ছোটি মা করিনার সঙ্গে খুবই ভাল সম্পর্ক সারার৷ প্রতিটি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন পতৌদি পরিবারের সঙ্গে৷ কিন্তু আম্মি অমৃতা তার জান৷ মাকে ছাড়া কিছুই ভাবতে পারেন না সারা৷

  অমৃতাও অনেকদিন বাদে ফিরেছে বড়পর্দায়৷ প্রথমে টু স্টেটস ছবিতে দেখা গিয়েছিল তাকে৷ অর্জুন কাপুরের মা হিসেবে৷ এরপর তাকে দেখা গেল বদলা ছবিতে অমিতাভের বিপরীতে৷ তার স্বপ্রতিভ অভিনয় মন কেড়েছিল দর্শকদের৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Amrita Singh, Bollywood, Bollywood Actress, Sara Ali Khan

  পরবর্তী খবর