corona virus btn
corona virus btn
Loading

সইফের প্রথম স্ত্রী, সারার মা! এই বয়সেও মেয়েকে নিয়ে নামলেন জলে, তারপর উঠল ঝড়...

সইফের প্রথম স্ত্রী, সারার মা! এই বয়সেও মেয়েকে নিয়ে নামলেন জলে, তারপর উঠল ঝড়...
Photo Courtesy: Instagram

স্যুইম স্যুট পরে তিনি নেমে পরলেন জলে৷ তবে জলে সাঁতার কাটলেন না৷

  • Share this:

#মুম্বই: সারা আলি খানের মা৷ সইফের প্রথম পক্ষের স্ত্রী৷ এখন তিনি মায়ের চরিত্রেই অভিনয় করেন৷ কিন্তু সেই অমৃতা সিং-এর জ্বলওয়া দেখলে অবাক হবেন৷ স্যুইম স্যুট পরে তিনি নেমে পরলেন জলে৷ তবে জলে সাঁতার কাটলেন না৷ তিনি উঠলেন ওয়াটার বাইকে৷ মায়ের পিছন সিটে বসলেন মেয়ে সারা৷ স্পিডে ওয়াটার বাইক চালিয়ে জলেই ঝড় তুললেন অমৃতা৷ অমৃতা নিজে ভীষণ ডাকাবুকো৷ তার ছবিতে তেমন ছাপ পাওয়া গিয়েছে৷ তাকে অনেক সময়ই টমবয় হিসেবে চিহ্নিত করা হত৷ তিনি স্ত্রিনে খুবই সাবলীল৷ তার সেই চরিত্রই সকলের প্রয়োজন৷ এখনও যে তিনি সমানভাবে স্বতঃস্ফূর্ত তা এই ভিডিও দেখেই বোঝা গিয়েছে৷ সমুদ্রে বেড়াতে গিয়ে সারা নয়, অমৃতাই বেশি চনমনে৷ তাই তো মায়ের ওপর ভরসা করেই সারাও চাপলেন ওয়াটার স্পোর্টসে৷ আর পেলেন দারুণ মজা৷

সারা খুবই নির্ভরশীল তার মায়ের ওপর৷ যে কোনও সাক্ষাৎকারে তিনি বলেন যে মা অমৃতাই তার জীবনের সবকিছু৷ মায়ের জন্যই এই জায়গায় পৌঁছেছেন তিনি৷ সইফ ও অমৃতার সন্তান সারা৷ কিন্তু সারা যখন বেশ ছোট, তখনই ডিভোর্স হয়ে যায় সইফ ও অমৃতার৷ তারপর থেকে অমৃতাই সামলেছেন তার ছেলে ও মেয়েকে৷ একা মানুষ করে তুলেছেন সন্তানদের৷ সারা এখন বলিডের স্টার৷ আব্বা সইফ ও ছোটি মা করিনার সঙ্গে খুবই ভাল সম্পর্ক সারার৷ প্রতিটি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন পতৌদি পরিবারের সঙ্গে৷ কিন্তু আম্মি অমৃতা তার জান৷ মাকে ছাড়া কিছুই ভাবতে পারেন না সারা৷

অমৃতাও অনেকদিন বাদে ফিরেছে বড়পর্দায়৷ প্রথমে টু স্টেটস ছবিতে দেখা গিয়েছিল তাকে৷ অর্জুন কাপুরের মা হিসেবে৷ এরপর তাকে দেখা গেল বদলা ছবিতে অমিতাভের বিপরীতে৷ তার স্বপ্রতিভ অভিনয় মন কেড়েছিল দর্শকদের৷

First published: January 3, 2020, 5:59 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर