হোম /খবর /বিনোদন /
#9pm9minutes -র ভুয়ো স্যাটেলাইট ছবি পোস্ট করায় ট্রোলড বিগ বি, নেটিজেনরা যা বলল

#9pm9minutes - এ কী করলেন বিগ বি, ভুয়ো স্যাটেলাইট ছবি পোস্ট করে ট্রোলড বচ্চনজি

প্রধানমন্ত্রীর আহ্বানে ৯ বাজে ৯ মিনিট -এ সাড়া দিয়েছিল দেশের একটা বড় অংশ, আর সেই সময়ে স্যাটেলাইটে ভারতকে কেমন দেখাচ্ছিল ছবি শেয়ার করেছিলেন অমিতাভ !

  • Last Updated :
  • Share this:

#মুম্বই : বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন এই করোন সংগ্রামের সময় একাধিকবার শিরোনাম ছিনিয়ে নিয়েছেন ৷ তবে তার বেশিরভাগটাই বির্তক তৈরি করে ৷ দেশ যখন মারণ সংগ্রামে লড়ছে ঠিক তখনই একাধিক ‘ভুল ’ ট্যুইট করে নেটিজেনদের কাছ হাস্যস্পদ হয়েছেন তিনি ৷এমনকি একাধিকবার সেই ভুল ট্যুইট তাঁকে ডিলিটও করতে হয়েছে ৷ এরই মধ্যে ৯ বাজে ৯ মিনিট কার্যক্রমের একটি ভুয়ো ছবি ট্যুইট করে ফের সমালোচনার তোপের মুখে তিনি ৷

রবিবার রাতে ৯ বাজে ৯ মিনিটের একজনের ছবি রিট্যুইট করেন তিনি আর ছবিটা দিয়ে তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া পথ দেখিয়ে গোটা ভারত আলোকিত হয়ে উঠেছিল আর স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ ছবিতেও সেটাই ধরা পড়েছে ৷

যে আসল পোস্ট টা তিনি শেয়ার করেছিলেন তার ট্যাগ লাইনে যে কথা লেখা ছিল তার মানে যখন গোটা পৃথিবী অন্ধকারে, তখন হিন্দুস্তান উজ্জ্বল৷ আজকের এই ছবিটা সেই কথাই বলছে ৷ এই ট্যুইটের মাথায় নিজের ট্যাগলাইন দিয়ে অমিতাভ বচ্চন জানান , ‘সারা পৃথিবী আমাদের দেখতে পাচ্ছে, আমরা এক৷ ’

এর কিছু পরেই জানা যায় এটা #9pm9minutes সময়ের ভারতের স্যাটেলাইট ছবি নয় ৷ এটা গুগলের একটা বানানো ছবি যেটা #MeToo  মুভমেন্টের সময় তৈরি হয়েছিল ৷ যাতে দেখানো হয়েছিল ভারতীয়রা নিয়মিত এই মুভমেন্টের বিষয়ে সার্চ করে !

Credits: Me Too rising, a visualisation of Google Trends data. Credits: Me Too rising, a visualisation of Google Trends data.এদিকে  অমিতাভ বচ্চনের শেয়ার করা এই ট্যুইট ভাইরাল হতে মোটেই সময় নেয়নি ৷ মানুষজন ট্রোল করতে শুরু করে আরও একটা ফরোয়ার্ড হওয়া ভুয়ো হোয়াটসঅ্যাপ কী করে দিলেন অমিতাভ ৷এক নেটিজেন তাঁকে ভুয়ো খবরের রাজা বলেও তকমা দিয়ে লেখেন ভুয়ো খবরের রাজা আবার একটা ভুয়ো হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড করার কাজ চালাচ্ছেন ৷একজন আবার লেখেন হোয়াটসঅ্যাপ সেলিব্রিটিদের মুখোশ খুলে দিয়েছে তাদের যে উচ্চাসনে বসানো হয় তারা আসলে কতটা নির্বোধ ৷কেউ কেউ আবার তাঁকে কী করে হোয়াটসঅ্যাপ ডিলিট করতে হয় তাও শিখিয়েছেন ৷ সব মিলিয়ে লকডাউন, করোনযুদ্ধের কঠিন সময়ে শেষমেষ লোক হাসানোর পাত্র হলেন অমিতাভ বচ্চন ৷
Published by:Debalina Datta
First published:

Tags: Amitabh Bachchan, Corona Virus, Lockdown