#মুম্বই : বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন এই করোন সংগ্রামের সময় একাধিকবার শিরোনাম ছিনিয়ে নিয়েছেন ৷ তবে তার বেশিরভাগটাই বির্তক তৈরি করে ৷ দেশ যখন মারণ সংগ্রামে লড়ছে ঠিক তখনই একাধিক ‘ভুল ’ ট্যুইট করে নেটিজেনদের কাছ হাস্যস্পদ হয়েছেন তিনি ৷এমনকি একাধিকবার সেই ভুল ট্যুইট তাঁকে ডিলিটও করতে হয়েছে ৷ এরই মধ্যে ৯ বাজে ৯ মিনিট কার্যক্রমের একটি ভুয়ো ছবি ট্যুইট করে ফের সমালোচনার তোপের মুখে তিনি ৷
রবিবার রাতে ৯ বাজে ৯ মিনিটের একজনের ছবি রিট্যুইট করেন তিনি আর ছবিটা দিয়ে তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া পথ দেখিয়ে গোটা ভারত আলোকিত হয়ে উঠেছিল আর স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ ছবিতেও সেটাই ধরা পড়েছে ৷
যে আসল পোস্ট টা তিনি শেয়ার করেছিলেন তার ট্যাগ লাইনে যে কথা লেখা ছিল তার মানে যখন গোটা পৃথিবী অন্ধকারে, তখন হিন্দুস্তান উজ্জ্বল৷ আজকের এই ছবিটা সেই কথাই বলছে ৷ এই ট্যুইটের মাথায় নিজের ট্যাগলাইন দিয়ে অমিতাভ বচ্চন জানান , ‘সারা পৃথিবী আমাদের দেখতে পাচ্ছে, আমরা এক৷ ’
এর কিছু পরেই জানা যায় এটা #9pm9minutes সময়ের ভারতের স্যাটেলাইট ছবি নয় ৷ এটা গুগলের একটা বানানো ছবি যেটা #MeToo মুভমেন্টের সময় তৈরি হয়েছিল ৷ যাতে দেখানো হয়েছিল ভারতীয়রা নিয়মিত এই মুভমেন্টের বিষয়ে সার্চ করে !
setting > app manager > WhatApp. uske baad ye right wale option pe click kar dena pic.twitter.com/rnqljJy7uJ
— Self Isolated Sunil (@1sInto2s) April 5, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amitabh Bachchan, Corona Virus, Lockdown