হোম /খবর /বিনোদন /
দুধের দাঁত পড়েনি , কিন্তু বাবা বেসুরে গাইলেই বকা, দেখে নিন প্রতিভাশালী খুদেকে

দুধের দাঁত পড়েনি , কিন্তু বাবা বেসুরে গাইলেই বকা, দেখে নিন প্রতিভাশালী খুদের কেরামতি

Photo Courtesy- Amitabh Bacchan/ Twitter Video Grab

Photo Courtesy- Amitabh Bacchan/ Twitter Video Grab

অমিতাভ বচ্চন নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন এই ভাইরাল ভিডিও৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন ফের একবার টিভি স্ক্রিনে দাপট দেখাচ্ছেন৷ কৌন বানেগা কড়োরপতি-র৷ তবে শত ব্যস্ততার মধ্যেও নিজের সোশ্যাল হ্যান্ডেল অ্যাক্টিভ থামা কম করেন না বিগ বি৷ বিভিন্ন জায়গা থেকে তিনি সেরা সেরা জিনিস শেয়ার করেন তাঁর ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে৷ এর আগেও একাধিক ভিডিও নিজের ট্যুইটারে শেয়ার করে ভাইরাল করে দিয়েছেন তিনি৷ এবার তিনি একটি দারুণ ভিডিও নিজের হ্যান্ডেল শেয়ার করেছেন৷ বাবা ও ছেলের গান শেখার ক্লাসের এই ভিডিও মুহূর্তে হয়েছে ভাইরাল৷

ভিডিওতে দেখা যাচ্ছে বাবা ও খুদে ছেলে হারমোনিয়াম নিয়ে গানের রেওয়াজে বসেছে৷ ছেলের এখনও দুধের দাঁত ভাঙেনি তাতেও ক্লাসিক্যালে তার দক্ষতা চোখে পড়ার মতো৷ তবে আরও যা নজর কেড়েছে তা হল বাবা , ছেলেকে ভুল ধরিয়ে দিচ্ছেন না, এই ভিডিওর খুদে ওই শিশু বাবাকে মাঝেমধ্যেই সুরের ভুল ধরিয়ে দিচ্ছে!

ভিডিওতে শিশুটিকে কখনও কখনও একা গান গাইতেও দেখা  যাচ্ছে৷ ভিডিও শেয়ার করে অমিতাভ বচ্চন বলেছেন, ‘T 3694 - Child is the Father of Man !’ অর্থাৎ বাচ্চা মানুষের বাবা হয়৷ বচ্চনজি-র শেয়ার করা এই ভিডিওতে ফ্যানরাও দারুণ মজা পেয়েছেন, তাঁরা প্রচুর শেয়ার করেছে ও নিজেদের রিঅ্যাকশন দিয়েছেন৷ সাধারণত অমিতাভের শেয়ার করা ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় এবারের এই মিষ্টি ভিডিও-র ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি৷

অমিতাভ বচ্চন করোনা কাটিয়ে ওঠার পর পুরোপুরি কাজে ফিরেছেন ৷ কেবিসি-র পাশাপাশি সিনেমার কাজও করছেন চুটিয়ে৷ দীপিকা পাড়ুকোন , প্রভাসের সঙ্গে নাগ অশ্বিনের প্রজেক্টে সাইন করেছেন৷ যদিও সিনেমার এখনও নামকরণ হয়নি৷ অনস্ক্রিনে এর আগে তিনি গুলাবো সিতাবোতে কাজ করেছিলেন৷ এছাড়া অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র সিনেমায় তিনি আলি ভট ও রণবীর কাপুরের সঙ্গে কাজ করেছেন৷ ইমরান হাশমি-র সঙ্গে চেহরা সিনেমায় কাজ করেছেন তিনি৷ এছাড়াও ক্রীড়াজগতের গল্প নিয়ে তৈরি ঝুন্ড নামের সিনেমায় কাজ করবেন৷

Published by:Debalina Datta
First published:

Tags: Amitabh Bacchan, Bollywood, Viral Video