Home /News /entertainment /
বুক খোলা পোশাক, রণবীরের সঙ্গে তুমুল নাচ আলিয়ার, Leak হতেই ভাইরাল ভিডিও

বুক খোলা পোশাক, রণবীরের সঙ্গে তুমুল নাচ আলিয়ার, Leak হতেই ভাইরাল ভিডিও

 • Share this:

  #মুম্বই: আলিয়া-রণবীর কাপুরের প্রেম আর নতুন কিছু নয়৷ প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন একে অপরের৷ এরই মধ্যে সামনে এল একটি ভিডিও৷ যেটি কোনওভাবে Leak হয়ে গিয়েছে৷ একে অপরের সঙ্গে যা করছেন, তা শুধুমাত্র ক্যামেরাতেই ধরে রাখতে চাইছিলেন৷ সময় মতো তা হয়ত সামনে আসত৷ তবে তার আগেই ভিডিওটি চলে এল সামনে৷ যা মুহূর্তে ভাইরাল! আপনিও দেখতে পারবেন৷

  একটি মজাদার নাচের ভিডিও শ্যুট করছিলেন আলিয়া৷ সঙ্গে ছিলেন রণবীর কাপুর৷ এটি অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র ছবির জন্য৷ এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন৷ শ্যুটিং-এর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন বিগ বি৷ এই ছবিতে রয়েছেন মৌনী রায়, নাগার্জুন, ডিম্পল কাপাডিয়া এবং প্রতীক বব্বর৷

  এই ছবির নাচের ভিডিও শ্যুট হচ্ছিল, যা কোনওভাবে সামনে চলে আসে৷ দেখে নিন সেই ভিডিও৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Alia Bhatt, Bhamhastra, Ranbir Kapoor, আলিয়া ভাট, রণবীর কাপুর

  পরবর্তী খবর