#মুম্বই: রনথম্বর জাতীয় উদ্যানে ছুটি কাটাতে গিয়েছিলেন আলিয়া ভাট্ট৷ গোটা পরিবারের সঙ্গেই ছিল এই সফর৷ সেখানে যেমন উপস্থিত ছিলেন তাঁর মা সোনি রাজদান, তেমনই ছিলেন রণবীর কাপুর, নীতু সিং কাপুর, ঋদ্ধিমা কাপুর৷ অর্থাৎ হবু শ্বশুরবাড়ির সকলের সঙ্গে ২০২০ বছর শেষের ট্যুর করেন আলিয়া৷ আসলে করোনা পরিস্থিতি তৈরি না হলে, গত বছরই হয়ত বিয়ে করতেন রণবীর-আলিয়া৷ কিন্তু অতিমারির ফলে তা সম্ভব হয়নি৷ এটা স্পষ্ট করেছেন রণবীর৷ কিন্তু তার অনেক আগে থেকেই দুই বাড়ির দেখা সাক্ষাৎ শুরু হয়েছিল এবং দুই পরিবারই এই সম্পর্ককে মেনে নিয়েছিল৷ ফলে কাপুর পরিবারের পার্টিতে যেমন হাজির থাকেন আলিয়া, তেমনই ভাট পরিবারের কোনও অনুষ্ঠানেও দেখা মেলে রণবীররে৷ এবারও বছর বিদায়ের সেলিব্রেশন হল একসঙ্গে৷
রনথম্বরের সাফারিতে একসঙ্গে গিয়েছিল দুই পরিবার৷ সেখানে জিপের ওপরে দাঁড়িয়ে একটি ভিডিও তোলেন আলিয়া৷ যা তিনি সকলের সঙ্গে শেয়ার করেন ইনস্টাগ্রামে৷ ভিডিওতে শুধুমাত্র আলিয়াকেই দেখা গিয়েছে এবং যেভাবে জিপ এগিয়ে চলেছে, সেভাবেই এগিয়ে চলেছে তাঁর ক্যামেরা৷ নতুন পথের খোঁজে আলিয়ার এই ভিডিও৷ ভিডিওর ক্যাপশন আলিয়া দেন, নতুন যাত্রা৷ যা খুবই উল্লেখযোগ্য৷ কারণ এবার প্রথম দুই পরিবার একসঙ্গে কাটালেন এই বিশেষ সময়টা৷ জল্পনা তুঙ্গে ছিল যে বিয়ে করতেই একসঙ্গে জয়পুরের উদ্দ্যেশে গিয়েছেন কাপুর ও ভাট পরিবার৷ পরে তাদের পক্ষ থেকে জানানো হয় যে, এই তথ্য সত্যি নয়৷
তবে শুধু কাপুর ও ভাট পরিবার নয়, সেখানে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং৷ তাঁদের একসঙ্গে ছবিও বেশ ভাইরাল হয়েছে৷