Home /News /entertainment /
ঐশ্বর্যের সঙ্গে একান্তে দেখা করতে চেয়েছিলেন এই প্রযোজক !

ঐশ্বর্যের সঙ্গে একান্তে দেখা করতে চেয়েছিলেন এই প্রযোজক !

কয়েক সপ্তাহ ধরেই হলিউডের বিনোদনের জগতে শোরগোল ৷ অ্যাঞ্জেলিনা জোলি থেকে গেনেথ পলত্রো, হলিউডের জনপ্রিয়

 • Share this:

  #মুম্বই: কয়েক সপ্তাহ ধরেই হলিউডের বিনোদনের জগতে শোরগোল ৷ অ্যাঞ্জেলিনা জোলি থেকে গেনেথ পলত্রো, হলিউডের জনপ্রিয় অভিনেত্রীরা প্রকাশ্যে জানিয়েছেন যে হলিউডের নামকরা প্রযোজক হারভে ওয়েনস্টেন তাঁদের ওপর যৌন নির্যাতন করেছেন ৷ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রোল দেওয়ার নাম করে নিজের হোটেল রুমে একলা ডাকতেন !

  হলিউডের জনপ্রিয় ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, হলিউডের এই প্রযোজক এক সময় নাকি জুনিয়ার বচ্চন ঘরণী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে একলা দেখা করতে চেয়েছিলেন ৷

  হলিউডের ওয়েবসাইটে ঐশ্বর্য-র ট্যালেন্ট ম্যানেজার সিমন শেফিল্ড জানিয়েছেন, ‘ঐশ্বর্য-র সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে উঠেছিলেন হারভে ৷ আমাকে বহুবার জিজ্ঞেস করেছিলেন, ঠিক কী করলে আমি ঐশ্বর্য-র সঙ্গে একান্তে সময় কাটাতে পারব৷ আমি বার বারই নানা অজুহাতে বিষয়টিকে এড়িয়ে যাই ৷ শেষমেশ বিরক্ত হয়ে একটি শূকর ছানার অবয়বের কাচের বোতলে বিয়ার পাঠিয়ে ছিলাম ! ’

  First published:

  Tags: Aishwarya Rai Bachchan, Bollywood

  পরবর্তী খবর