corona virus btn
corona virus btn
Loading

5 Star হোটেলের খাবারে পোকা! বলি অভিনেত্রী পোস্ট করলেন ভিডিওতে মিলছে প্রমাণ...

5 Star হোটেলের খাবারে পোকা! বলি অভিনেত্রী পোস্ট করলেন ভিডিওতে মিলছে প্রমাণ...
Photo Courtesy - Instagram

খাবারের থালায় পোকা, এই দিনও দেখার ছিল! তাও কিনা আবার পাঁচতারা হোচেলের খাবারে...

  • Share this:

#মুম্বই:  5 star হোটেল শব্দটা বললেই মনে হয় ঝকঝকে তকতকে সব বিষয়আশয় ৷ মনে মনে সকলের স্বপ্ন থাকে কখনও গিয়ে থাকব ফাইভ স্টার হোটেলে ৷ কারোর বা ইতিমধ্যেই বহুবার থাকা হয়ে গেছে ৷ কিন্তু সাম্প্রতিককালে পাঁচতারা হোটেলের নানা কেচ্ছা সামনে আসছে ৷ কিছুদিন আগেই বলি অভিনেতা রাহুল বোস পোস্ট করেছিলেন পাঁচতারা হোটেলে ২ টি কলা -র দাম নিয়েছিল ৪৪২ টাকা ৷ এবার পাঁচতারা হোটেলের এক নক্কারজনক ঘটনা সামনে এল ৷ মীরা চোপড়া বলি অভিনেত্রী পাশাপাশি দক্ষিনী সিনেমাতেও অভিনয় করেন ৷ তিনি পাঁচতারা হোটেলের প্রাতরাশের থালায় পোকার ছবি পোস্ট করলেন ৷

এবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ৷ অভিনেত্রী দেখতে পান তার খাবার প্লেটের মধ্যে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে পোকা  ৷ প্রাতরাশের থালায় এই ধরণের পোকা ঘুরে বেড়াচ্ছে দেখতে কেউই চাইবেন না তা নিঃসন্দেহেই বলা যায় ৷ ২০০৫ সালে তেলেগু ছবিতে অভিনয় দুনিয়ায় পা রাখেন ৷ এছাড়া ১৯২০ লন্ডন, করণ জোহরের কলঙ্ক , সেকশন ৩৭৫ ছবিতে অভিনয় করেছেন ৷ তাঁর পোস্ট করা এই ভিডিও ফের একবার ভাবাচ্ছে ৷

আরও দেখুন
First published: August 24, 2019, 3:19 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर