Home /News /entertainment /
এখন নায়িকা,কিন্তু ছোট বয়সে তিনিও নেচেছেন অন্যদের বিয়েতে!সেই ভিডিও এখন ভাইরাল, দেখুন

এখন নায়িকা,কিন্তু ছোট বয়সে তিনিও নেচেছেন অন্যদের বিয়েতে!সেই ভিডিও এখন ভাইরাল, দেখুন

ভিডিও সামনে আসতে নায়িকা নিজেও মন্তব্য করেন...

 • Share this:

  #মুম্বই: এখন তাকে দেখা যায় রুপোলি পর্দায়৷ বলিউডে বেশ কিছুদিন হল পা রেখেছেন তিনি৷ পরিচিতিও তৈরি হয়েছে৷ কিন্তু সেই নায়িকারই ছোটবেলার এক ভিডিও সামনে আসতেই হয়েছে ভাইরাল! এক আত্মীয়ের বিয়েবাড়িতে নাচতে দেখা গিয়েছে ছোট্ট নায়িকাকে৷ এই ভিডিওটি শেয়ার করেন নায়িকার বান্ধবীর মা!

  চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে৷ স্টুডেন্ট অব দা ইয়ার ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছে তিনি৷ এখন তিনি পুরোদস্তুর নায়িকা৷ অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শন্যায়া ও অনন্যা খুবই বন্ধু৷ শন্যায়ার সঙ্গে অনন্যার নাচের ভিডিওয়ে এই মুহূর্তে বেশ পছন্দ করছেন দর্শক৷ ঋষি কাপুরের মেয়ে ও রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমার বিয়েতে দুই খুদে সেজেগুজে নাচতে আসে৷ শাহরুখ-প্রীতির ছবি কাল হো না হো-র জনপ্রিয় গান ইটস দা টাইম টু ডিস্কোর সঙ্গে নাচে দু’জনে৷ অনেকদিন পর সেই নাচের ভিডিও খুঁজে পান সঞ্জয় পত্নী৷ তিনিই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন সেই ভিডিও৷ তারপর মুহূর্তে সেটাই হল ভাইরাল৷

  ভিডিও সামনে আসতে অনন্যা নিজেও মন্তব্য করেন৷ তিনি বলেন যে সেই সময় নাচে গিয়ে তাক টিকলি সরে যাচ্ছিল, যা নিয়ে তিনি বেশ চিন্তিন ছিলেন৷ অন্যদিকে যার বিয়েতে এই ঘটনা ঘটেছিল সেই ঋদ্ধিমা কাপুর এবং মা নীতু সিং কাপুরও কমেন্ট করেন এই ভিডিও দেখে৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: অনন্যা পান্ডে, বলিউড

  পরবর্তী খবর