Home /News /entertainment /
ঘরবন্দিতে বেড়িয়ে পড়ল সব পাকা চুল! একী চেহারা হল আমির খানের...

ঘরবন্দিতে বেড়িয়ে পড়ল সব পাকা চুল! একী চেহারা হল আমির খানের...

৫৫ বছরের হিরো রাখঢাক করলেন না বয়স৷ উল্টে সাদা চুলেও যে কতটা আত্মবিশ্বাসী তিনি, সেটাই বোঝালেন৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ফাদার্স ডে-তে মেয়ে ইরা বাবার ছবি শেয়ার করলেন৷ এক ঝটকায় যেন উঠে এল আমিরের সত্যিকারের বয়স! ৫৫ বছরের হিরো রাখঢাক করলেন না বয়স৷ উল্টে সাদা চুলেও যে কতটা আত্মবিশ্বাসী তিনি, সেটাই বোঝালেন৷ সম্ভবত সকালে জগিং করতে করতে এই ছবি তুলেছেন বাবা-মেয়ে৷ মেয়ের মাথায় হেডব্যান্ড, বাবা রয়েছেন কালো টি-শার্ট আর জগার্সে৷ সাদা চুলের সঙ্গে মানানসই সাদা চশমা পরেছেন আমির৷ আসলে তার চালটাই তো আমিরি!

বাবার সঙ্গে ছবি শেয়ার করে ইরা লিখেছেন হ্যাপি ফাদার্স ডে৷ ইরা সঙ্গীত নিয়ে লেখাপড়া করেছেন৷ গতবছর ছবি তৈরির কাজ শুরু করেছেন৷ প্রথম স্ত্রী রিনার সঙ্গে আমিরের দুই সন্তান রয়েছে৷ পরে ২০০৫এ তিনি ফের বিয়ে করেন কিরণ রাওকে৷ তাদের একটি সন্তান রয়েছে, নাম আজাদ রাও খান৷

আমিরের পরবর্তী ছবি লাল সিং চড্ডা যেখানে তাঁর বিপরীতে থাকবেন করিনা কাপুর খান৷ ছবিতে মোনা সিং-ও এক গুরুত্বপূর্ন ভূমিকায় থাকবেন৷ হলিউডের বিখ্যাত ছবি ফরেস্ট গাম্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে লাল সিং চড্ডা৷

Published by:Pooja Basu
First published:

Tags: Aamir Khan