corona virus btn
corona virus btn
Loading

আপনার মোবাইলে এবার আসছেন রাধে মা !

আপনার মোবাইলে এবার আসছেন রাধে মা !
Photo: youtube

গপ্পোটা হল, খুব শীঘ্রই ওয়েব সিরিজে আসতে চলেছেন রাধে মা ৷ সিরিজের নাম ‘রাহ দে মা’ ৷ এই সিরিজে তিনি রয়েছেন একেবারেই নাম ভূমিকায় ৷

  • Share this:

#মুম্বই: বিতর্কে থাকাটা একেবারেই স্বভাব বানিয়ে ফেলেছিলেন রাধে মা ৷ বিমানে উঠছেন ত্রিশূল নিয়ে ৷ টুক করে থানায় ঢুকে বসে পড়ছেন পুলিশে চেয়ারে ৷ হঠাৎই রাস্তার মাঝে নেচে উঠছেন ৷ তবে এবার রাধে মা নিজেকে শুধরে নিতে চলেছেন, আর সেই কারণেই অভিনয়কে বেছে নিয়েছেন তিনি৷

আরও পড়ুন 
বাহুবলীর চেয়েও বড় বাজেটের ছবিতে প্রভাস, শুধু স্টান্ট সিনের জন্যই খরচ ৯০ কোটি টাকা

গপ্পোটা হল, খুব শীঘ্রই ওয়েব সিরিজে আসতে চলেছেন রাধে মা ৷ সিরিজের নাম ‘রাহ দে মা’ ৷ এই সিরিজে তিনি রয়েছেন একেবারেই নাম ভূমিকায় ৷ আর এখানেও তিনি ভক্তদের পথ দেখাচ্ছেন উন্নতির ৷

ছবির গল্পে উঠে আসবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল ৷ সমকামী, কাস্টিং কাউচের মতো বিষয়গুলি ৷ জানা গিয়েছে, দুনীর্তিগ্রস্ত ধর্মগুরুদের তালিকায় নাম রয়েছে রাধে মা-র ৷ পুলিশের নজরেও তিনি রয়েছেন ৷ আর সেই কারণেই নিজের ইমেজ ঠিক করতে এই ওয়েব সিরিজ আনছেন রাধে মা !

First published: August 14, 2018, 1:17 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर