#মুম্বই: আজ বুধবার সকালে প্রয়াত স্বামী ওম। তিন মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এর পর করোনা থেকে সেরে গেলেও শরীরে দূর্বলতা ছিলই। আর তা থেকেই ফের অসুস্থ হন তিনি। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সূত্রের খবর অনুযায়ী কয়েক দিন আগেই তাঁর শরীর ফের খারাপ হয়। এবং একটা অংশ প্যারালাইসড হয়ে যায়। তখনই তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেষ রক্ষা হল না। করোনার জন্য তাঁর মৃত্যু না হলেও, করোনার পর থেকে তাঁর শরীর একেবারেই ভেঙে যায়।
স্বামী ওমকে বিগবস ১০-সিজনে অংশ নিতে দেখা গিয়েছিল। কয়েক দিনের মধ্যেই এই শোতে নিজগুণে জায়গা করে নিয়েছিলেন তিনি। স্বামী ওম বলতেন, তিনি নিজেই ভগবান। নিজেকে নিজে ভগবান ঘোষণা করেছিলেন তিনি। আবার কখনও বলতেন তিনি ইশ্বরের দূত। এমন নানা কিছু তিনি বলেছেন।
শুধু তাই নয় বিগবসে তাঁকে কিছু ভুল কাজ করতেও দেখা গিয়েছিল। তিনি নিজের মূত্র ছড়িয়ে দিয়েছিলেন বিগবসের দু'জন প্রতিযোগী বানি জে ও রোহন মেহরার শরীরে। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল। তিনি কেন এ কাজ করছেন জানতে চাইলে, স্বামী ওম বলেছিলেন তিনি ভগবানের দূত। তাই ওরা পবিত্র হবে। এই হাস্যকর ঘটনার পর সলমন খান যিনি এই শোয়ের হোস্ট, তিনি বিগবসের ঘর থেকে বার করে দিয়েছিলেন স্বামী ওমকে। সব সময় বিতর্ক জড়িয়ে থাকত তাঁকে নিয়ে। তবে আজ তাঁর প্রয়ানে অনেকেই শোক প্রকাশ করেছেন। অনেকেই বলছেন করোনার জন্যই এভাবে মারা গেলেন তিনি।