ছোট্ট ছেলেকে নিয়ে নৌকা সফরে গিয়ে নিখোঁজ অভিনেত্রী ! বুধবার রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও নায়া রিভেরা বা তাঁর দেহ উদ্ধার করতে পারেননি তদন্তকারীরা। বৃহস্পতিবার ফের নতুন করে তল্লাশি শুরু হয়েছে। দুর্ঘটনা? অপহরণ না আত্মহত্যা? তদন্তে পুলিশ।
#মুম্বই: ৪ বছরের সন্তানকে নিয়ে নৌকা সফরে গিয়েছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নায়া রিভেরা, তারপরই নিখোঁজ হয়ে যান অভিনেত্রী। শেষ তাঁকে বোটিং করতেই দেখা যায়। কিন্তু তারপর কী হল ? কোথায় গেলেন তিনি? নায়ার খোঁজে চলছে তল্লাশি!
জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কান্ট্রির লস প্যাডরেস জাতীয় উদ্যানের লেক পুরুতে বোটিং করতে গিয়েছিলেন নায়া রিভেরা ও তাঁর চার বছরের ছেলে। শেরিফ দফতর জানিয়েছে, বেলা ১টা নাগাদ তাঁরা একটি বোট ভাড়া নেন। প্রায় ৩ ঘণ্টা পর আরেকটি বোট রিভেরার বোট-টি দেখতে পায়, কিন্তু বোটে বসে ছিল শুধুমাত্র অভিনেত্রীর চার বছরের ছেলে। অভিনেত্রী কোথাও নেই। ছেলেকে জিজ্ঞাসা করলে সে জানায়, ''মা সাঁতার কাটতে জল নেমেছিল, কিন্তু আর ওঠেনি!''
— Ventura Co. Sheriff (@VENTURASHERIFF) July 9, 2020
এরপরই শুরু হয় তদন্ত। জলের তলায় তল্লাশি চালাচ্ছে ডুবুড়ির দল, হেলিকপ্টার এবং ড্রোন উড়িয়েও চলছে খোঁজ। বুধবার রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও নায়া রিভেরা বা তাঁর দেহ উদ্ধার করতে পারেননি তদন্তকারীরা। বৃহস্পতিবার ফের নতুন করে তল্লাশি শুরু হয়েছে। দুর্ঘটনা? অপহরণ না আত্মহত্যা? তদন্তে পুলিশ।