হোম /খবর /বিনোদন /
সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে বলিউডের চার পরিচালকের নতুন ছবি

সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে বলিউডের চার পরিচালকের নতুন ছবি

বড়সড় বদল আসছে বলিউডের অর্থনীতিতে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বড়সড় বদল আসছে বলিউডের অর্থনীতিতে। সিনেমাহলে ছবিমুক্তির দিন এবার কি অন্তিম অঙ্কে পৌঁছল? ওটিটির জন্যেই তৈরি হচ্ছে পূর্ণ দৈর্ঘের ছবি। পর্যালোচনায় শর্মিলা মাইতি

কোভিড বদলে দিয়েছে সিনেমা জগতের চেনা ছবিটা. এখনও অনিশ্চিত বিনোদন জগতের ভবিষ্যত. যেখানে দর্শক ও শ্রোতা এখনও নম্বর. জনপ্রিয়তা মাপা হয় জনতার ভিড়ের মাপকাঠিতেই. বন্ধ সিনেমাহল, লাইভ শো কবে শুরু হবে তারও কোনও ঠিক নেই. বিনোদনের জন্য দলে দলে ভিড় করার নিয়ম নেইকোনও তাই সিনেমা সাম্রাজ্যের নিয়ম বদলাচ্ছে ৷ বদলাতে বাধ্য হচ্ছে ৷ ইন্ডাস্ট্রি চলমান না হলে কোটি কোটি টাকা আটকে থাকবে, স্থবিরত্ব জন্ম দেবে বেকারত্বের অন্ধকার ৷

সিনেমাহলের বিরাট স্ক্রিনের মোহ ত্যাগ করে ইদানিং অনেক সিনেমাই ওটিটি-মুখী হযেছে. সুজিত সরকারের গুলাবো সিতাবো মুক্তির আলো দেখেছে অ্যামাজন প্রাইমে ৷ অমিতাভ-আয়ুষ্মানের ছবি চলে এসেছে দর্শকের হাতের মুঠোয় ৷ প্রয়াত সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা-ও মুক্তি পেল হটস্টারে ৷ সারা বিশ্বের কোটি কোটি দর্শক প্রথম দিনই এই ছবি দেখেছেন, রেকর্ড গড়েছে ছবি ৷ প্রযোজক এতটাই লাভের মুখ দেখেছেন যা আশাই করতে পারেননি ৷ মুক্তি পেযেছে বিদ্যা বালান অভিনীত ছবি শকুন্তলা দেবী ৷ হলে রিলিজ করলে যত না দর্শক দেখতে পেতেন, তার চেয়ে লক্ষ গুণ বেশি দর্শক দেখেছেন ছবিটি ৷ হাতের মুঠোয় বা স্মার্ট টিভিতে শ্রীদেবীকন্যা জাহ্নবীর গুঞ্জন সাক্সেনা ও সমাদৃত ও সমালোচিত ৷

কিন্তু এই সব ছবিই বানানো হয়েছিল হল রিলিজের জন্য ৷ কোভিড পরিস্থিতিতে গতিপথ বদলাতে বাধ্য হয়েছে, এই বদলটাই দেখাচ্ছে একটা নতুন রাস্তা৷ সমীকরণ বদলাচ্ছে ৷ এবার শুধুই ওটিটি প্ল্যাটফর্মের জন্য বানানো হচ্ছে পূর্ণদৈর্ঘের ছবি ৷ আর সিনেমাহল রিলিজের সম্ভাবনার কথা মাথাতেই না রেখে ইরস নাউ ওটিটি প্ল্যাটফর্ম প্রথমবার, শুধুমাত্র ওটিটি প্ল্যাটফর্মে ডিজিটাল স্ট্রিমিং-য়ের জন্য একগুচ্ছ ছবি আনছে. চার জন নামীদামি পরিচালকের সঙ্গে গাঁটছড়া বেঁধে ৷ অনুরাগ কাশ্যপ, অয়ন মুখার্জি, ইমতিয়াজ আলি ও রোহিত শেট্টির সঙ্গে এক্সক্লুসিভ চুক্তি হয়েছে ইরসের ৷ তাঁরা প্রত্যেকেই এই চুক্তি অনুসারে একাধিক ছবি বানাবেন ইরসের জন্য ৷ ইরস এসটিএক্স গ্লোবাল কর্পোরেশন ইতিমধ্যেই সারা বিশ্বের ১২ হাজারেরও বেশি ছবির ডিজিটাল রাইট কিনেছে ৷ ১৯৬.৮ মিলিয়ন রেজিস্টারড ইউজার ও ২৯.৩ মিলিয়ন পেইড সাবস্ক্রাইবারের লক্ষমাত্রা অতিক্রম করার পর এই নতুন কর্মসূচী নিয়ে আসছে ৷

এখনও কথা চলছে এই চার পরিচালকের সঙ্গে ৷ ভবিষ্যতে আরও বহু পরিচালকও উঠে আসবেন এই প্ল্যাটফর্মে, এমনটাই ভাবছে ৷

এর আগে পর্যন্ত ওটিটি রিলিজের ক্ষেত্রে একটা বড় বাধা ছিল মাল্টিপ্লেক্স নির্মাতা সংস্থারা. যাদের সঙ্গে আগেই চুক্তি হয়েছিল. এ নিয়ে অনেকটাই জলঘোলা হয়েছে. কিন্তু এই ক্ষেত্রে সেই সম্ভাবনাই নেই ৷ কারণ মাল্টিপ্লেক্সের সঙ্গে কোনওরকম চুক্তি হচ্ছে না। দর্শকের দেখার চোখটাই যে বদলে দিয়েছে অদৃশ্য কোভিড ভাইরাস! বড়পর্দা ছোট হতে হতে ওটিটিতে বন্দি হয়ে যাচ্ছে!

Published by:Akash Misra
First published:

Tags: Bollywood