• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • আমার জমানো রাগ সৃজিতের ছবিতেই বার করব : বিদ্যা বালন

আমার জমানো রাগ সৃজিতের ছবিতেই বার করব : বিদ্যা বালন

এমন কী হল যার জন্য বিদ্যা বালন বলে উঠলেন এরকম কথা ! কেনই বা তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ‘বেগমজান’ ছবিকেই

এমন কী হল যার জন্য বিদ্যা বালন বলে উঠলেন এরকম কথা ! কেনই বা তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ‘বেগমজান’ ছবিকেই

এমন কী হল যার জন্য বিদ্যা বালন বলে উঠলেন এরকম কথা ! কেনই বা তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ‘বেগমজান’ ছবিকেই

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: এমন কী হল যার জন্য বিদ্যা বালন বলে উঠলেন এরকম কথা ! কেনই বা তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ‘বেগমজান’ ছবিকেই বেছে নিলেন নিজের রাগ প্রর্দশন করতে? সম্প্রতি বিদ্যার কাছে সাংবাদিকরা এরমকমই প্রশ্ন রেখেছিলেন ৷ আর বিদ্যা স্পষ্ট জানিয়েছিলেন তাঁর রাগে কথা !

  বিদ্যার কথায়, ‘সৃজিতের বেগম জান ছবি নারীদের কথা বলে ৷ প্রতিবাদের কথা বলে ৷ মেয়েরা সবসময়ই পুরুষের থেকে নানা কথা শুনে আসে ৷ অনেকেই প্রতিবাদ করতে পারে না ৷ নিজের ভিতরই চেপে রাখে দিনের পর দিন ৷ আর সেই রাগ চাপা থেকে আগুনের রূপ নেয় ৷ আমার ভিতরেও রয়েছে এরকম রাগ ৷ যখন স্ট্রাগল করছিলাম, দক্ষিণ ভারতের বহু পরিচালক আমাকে ছবিতে নিতে চাননি ৷ অনেকে কু-প্রস্তাব দিয়েছেন ৷ আমি তখন প্রতিবাদ করতে পারিনি৷ সেই রাগগুলো জমা রয়েছে আমার ভিতরে !’

  ‘বেগম জান’ ছবিটি সৃজিত মুখোপাধ্যায়ের বাংলা ছবি ‘রাজকাহিনী’র হিন্দি রূপান্তর ৷ সৃজিতই তৈরি করছেন এই ছবিটি ৷ আর বেগম জানের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালন ৷ বাংলা ছবিটিতে এই চরিত্রে দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে ৷

  বিদ্যা বালন জানিয়েছেন, ‘সৃজিতের ছবিতে প্রচুর রাগ দরকার বেগম জানের চরিত্রকে সঠিকভাবে নিয়ে আসতে ৷ সমাজের প্রতি রাগ, নিয়মের প্রতি রাগ, পুরুষের প্রতি রাগ ৷ আর সেই রাগ গুলোকেই দেখানোর জন্যই পুরনো কথা মনে করি ৷ আর অভিনয় করি !’

  First published: