#মুম্বই: হ্যাঁ, শকুন্তলা দেবীকে সবাই চেনেন হিউম্যান কম্পিউটার নামেই ৷ কারণ, এত দ্রুতই মগজ চলত তাঁর ৷ সেই মগজাস্ত্রের গল্পই এবার আসতে চলেছে বলিউডে পর্দায় ৷ আর পর্দার শকুন্তলা দেবী সাজছেন বিদ্যা বালন ৷ সেই ছবিরই ফার্স্টলুক নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করলেন বিদ্যা বালন ৷ ছবির গল্প ও পরিচালনা অনু মেননের ৷ সঙ্গে রয়েছেন নয়নিকা মোহান্তি ৷
শকুন্তলা দেবী এদেশের বিশ্ময় বালিকা ৷ যিনি কিনা মাত্র ৫ বছর বয়সেই ১৮ বছরের ছাত্রদের অঙ্কের সমাধান করতেন ৷ ১৯৮২ সালে তাঁর নাম উঠেছিল গিনিস বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ডেও ৷ সেই গল্পই এবার আসতে চলেছে বলিউডের পর্দায় ৷
দেখুন সেই ফার্স্টলুক----