corona virus btn
corona virus btn
Loading

তাপসী-র নাম বদলে দিলেন অক্ষয়, ডাকছেন শাবানা নামেই !

তাপসী-র নাম বদলে দিলেন অক্ষয়, ডাকছেন শাবানা নামেই !

বলিউডে প্রায় নতুন এন্ট্রি ৷ তবে চলতি বছরে সুজিত সরকারের ছবি ‘পিঙ্ক’ থেকে সবার নজর কেড়েছেন তাপসী পান্নু ৷ শোনা গিয়েছে, পিঙ্কের

  • Share this:

#মুম্বই: বলিউডে প্রায় নতুন এন্ট্রি ৷ তবে চলতি বছরে সুজিত সরকারের ছবি ‘পিঙ্ক’ থেকে সবার নজর কেড়েছেন তাপসী পান্নু ৷ শোনা গিয়েছে, পিঙ্কের পর নাকি তাপসীর ঝুলিতে এখন প্রচুর অফার ৷ তাও আবার বলিউডের তাবড় তাবড় পরিচালকদের ৷ এরই মাঝে হঠাৎ বলিউডের আক্কি কুমার, অর্থাৎ অক্ষয় কুমার, তাপসী নাম বদলে শাবানা রাখলেন ৷ আর তা নিয়ে ট্যুইটও করে ফেললেন অক্ষয় !

আসলে পরের বছর মার্চ মাসে মুক্তি পেতে চলেছে তাপসী পান্নু ও অক্ষয় কুমার অভিনীত ছবি ‘নাম শাবানা’ ৷ সম্প্রতি সেই ছবিরই ফার্স্টলুক মুক্তি পেয়েছে ৷ আর সেই ফার্স্টলুক শেয়ার করেই অক্ষয় কুমার জানিয়েছেন তাপসী পান্নুকে শুভেচ্ছা ৷

এর আগে নীরজ পাণ্ডে পরিচালিত ‘বেবি’ ছবিতে তাপসীকে দেখা গিয়েছিল অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করতে ৷ দ্বিতীয় বার অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তাপসী ৷

অক্ষয় ট্যুইটারে স্পষ্টই জানিয়েছেন, ‘তাপসী নাম শাবানা একেবারেই তোমার ছবি !’ ছবিটি মুক্তি পাবে মার্চ মাসের ৩১ তারিখে ৷

First published: November 29, 2016, 2:24 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर