হোম /খবর /বিনোদন /
শ্যুট চলাকালীন বড় দুর্ঘটনা! জনপ্রিয় ধারাবাহিকের সেটে আগুন, ঘটনাস্থলে ৫ দমকল

Fire outbreak in Serial Set: শ্যুট চলাকালীন বড় দুর্ঘটনা! জনপ্রিয় ধারাবাহিকের সেটে আগুন, ঘটনাস্থলে ৫ দমকল

Fire outbreak in Serial Set: কাজ চলাকালীন সেটে কেন অগ্নিনির্বাপক ব্য়বস্থা ছিল না? এই দুর্ঘটনার পর এমন একাধিক প্রশ্ন উঠছে।

  • Share this:

মুম্বই: শ্যুটিং সেটে বড় দুর্ঘটনা। মুম্বইয়ে 'গুম হ্যায় কিসি কে প্য়ায়ার মে' ধারাবাহিকের সেটে আগুন। গোঁরেগাওয়ের একটি স্টুডিওতে চলছিল শ্য়ুট। সেখানেই দুর্ঘটনাটি ঘটে।

সেই ধারাবাহিকের সেটের আগুন এর পর ছড়িয়ে পড়ে। 'তেরি মেরি দুরিয়া' এবং 'আজুনি' নামে দু'টি ধারাবাহিকের সেটেও আগুন লেগে যায়। দুর্ঘটনাটি যখন ঘটে, তখন সেটে দু'হাজার লোক ছিল। অগ্নিকাণ্ডের সময় শিশুশিল্পীদের নিয়ে একটি দৃশ্য় শ্য়ুট করা হচ্ছিল বলে জানা গিয়েছে। অন্য দিকে গুঞ্জন, বিস্ফোরণের একটি দৃশ্য়ের শ্য়ুট করতে সেটে আগুন ছড়িয়ে যায়। অভিযোগ, সেটে কোনও অগ্নিনির্বাপক ব্য়বস্থা ছিল না।

আগুন নেভাতে ঘটনাস্থলে পাঁচটি দমকল পৌঁছে যায়। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া! ২য় দিনে রণবীর-শ্রদ্ধার 'তু ঝুটি...'-র ভাঁড়ারে কত?

আরও পড়ুন: জগদ্ধাত্রী ফিরে পেলে তার হারানো স্থান! কিন্তু সেরার সেরা কে? দেখে নিন বাংলা মেগার টি আর পি তালিকার সেরা দশ

কাজ চলাকালীন সেটে কেন অগ্নিনির্বাপক ব্য়বস্থা ছিল না? এই দুর্ঘটনার পর এমন একাধিক প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, ধারাবাহিকের প্রযোজনা সংস্থা এবং চ্য়ানেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে পারে। শুরু হতে পারে তদন্ত।

'গুম হ্য়ায় কিসি কে প্য়ায়ার মে' একটি জনপ্রিয় হিন্দি ধারাবাহিক। ২০২০ সাল থেকে শুরু হয় ধারাবাহিকটি। নীল ভাট, আয়েশা সিং এবং ঐশ্বর্য শর্মার মতো জনপ্রিয় অভিনেতারা রয়েছেন এই ধারাবাহিকে।

Published by:Sanchari Kar
First published: