• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মন্দিরের ভিতরে শ্যুটিং, এফআইআর দায়ের রবীনা ট্যান্ডনের বিরুদ্ধে

মন্দিরের ভিতরে শ্যুটিং, এফআইআর দায়ের রবীনা ট্যান্ডনের বিরুদ্ধে

অভিনেত্রী রবীনা ট্যান্ডনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল মন্দির কর্তৃপক্ষ৷ ঘটনাটি ঘটেছে ভূবনেশ্বরের লিঙ্গরাজা মন্দিরে৷ নো ক্যামেরা জোনে বিজ্ঞাপনের শ্যুটিং করছিলেন অভিনেত্রী৷

অভিনেত্রী রবীনা ট্যান্ডনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল মন্দির কর্তৃপক্ষ৷ ঘটনাটি ঘটেছে ভূবনেশ্বরের লিঙ্গরাজা মন্দিরে৷ নো ক্যামেরা জোনে বিজ্ঞাপনের শ্যুটিং করছিলেন অভিনেত্রী৷

অভিনেত্রী রবীনা ট্যান্ডনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল মন্দির কর্তৃপক্ষ৷ ঘটনাটি ঘটেছে ভূবনেশ্বরের লিঙ্গরাজা মন্দিরে৷ নো ক্যামেরা জোনে বিজ্ঞাপনের শ্যুটিং করছিলেন অভিনেত্রী৷

 • Share this:

  #নয়াদিল্লি: মন্দিরের ভিতরে শ্যুটিং করতে গিয়ে বিপত্তি৷ অভিনেত্রী রবীনা ট্যান্ডনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল মন্দির কর্তৃপক্ষ৷ ঘটনাটি ঘটেছে ভূবনেশ্বরের লিঙ্গরাজা মন্দিরে৷ নো ক্যামেরা জোনে বিজ্ঞাপনের শ্যুটিং করছিলেন অভিনেত্রী৷ এমনটাই অভিযোগ মন্দির কর্তৃপক্ষের৷

  সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়৷ সেই ভিডিওটিতে দেখা গিয়েছে, লিঙ্গরাজা মন্দিরের ভিতরে দাঁড়িয়ে রবীনা বিউটি টিপস দিচ্ছেন৷ আর তা দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় মানুষেরা৷ স্থানীয় বেশ কিছু সাংবাদিকরাও ভিড় জমিয়েছেন সেখানে৷ আর এতে ভক্তদের অনুভূতিতে আঘাত করা হয়েছে৷ এছাড়া মন্দিরের নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ করে মন্দির কর্তৃপক্ষ৷

  এরপরই রবীনা ট্যান্ডনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মন্দির কর্তৃপক্ষ৷ তাদের দাবি, মন্দিরের ভিতরে বেশ কিছু জায়গায় ক্যামেরা ব্যবহার করার অনুমতি নেই৷ সেই বিষয়টি শ্যুটিং টিমকে জানানো স্বত্ত্বেও শ্যুটিং চলছিল সেখানে৷ পাশাপাশি মন্দিরের নিয়মের কোনও তোয়াক্কাই করছিলেন না তারা৷ এমনটাই অভিযোগ মন্দির কর্তৃপক্ষের৷

  যদিও মন্দির কর্তৃপক্ষের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী৷ রবীনা ট্যান্ডন বলেন, মন্দিরে কোনও শ্যুটিং চলছিল না৷ তবে, শ্যুটিং টিমকে দেখে বেশ কিছু স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে পড়েন৷ তারাই ভিড় জমিয়েছিলেন মন্দির চত্বরে৷ সেলফি তুলতে হুড়োহুড়ি পড়ে যায়৷ সেই সময় মন্দিরের ট্রাস্টি বোর্ডের বেশ কয়েকজন সদস্য ছিলেন সেখানে৷ কিন্তু তারা নাকি কোনও বাধাই দেয়নি৷ এমনটাই দাবি অভিনেত্রীর৷

  First published: