• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ‘ফিতুর’ নাকি ‘সনম রে’, সরস্বতী পুজোর মুভি ডেট

‘ফিতুর’ নাকি ‘সনম রে’, সরস্বতী পুজোর মুভি ডেট

সরস্বতী পুজো মানেই বাঙালির ‘ভ্যালেন্টাইনস ডে’ ৷ তাই প্রেম করতে বেরিয়ে সিনেমা তো মাস্ট ৷ ঠিক করেছেন ? কোন ছবি দেখবেন প্রিয় মানুষের সঙ্গে ! বলিউডের বক্স অফিসে মুক্তি পেয়েছে দুটি ছবি ‘ফিতুর’ আর ‘সনম রে’ ! ‘

সরস্বতী পুজো মানেই বাঙালির ‘ভ্যালেন্টাইনস ডে’ ৷ তাই প্রেম করতে বেরিয়ে সিনেমা তো মাস্ট ৷ ঠিক করেছেন ? কোন ছবি দেখবেন প্রিয় মানুষের সঙ্গে ! বলিউডের বক্স অফিসে মুক্তি পেয়েছে দুটি ছবি ‘ফিতুর’ আর ‘সনম রে’ ! ‘

সরস্বতী পুজো মানেই বাঙালির ‘ভ্যালেন্টাইনস ডে’ ৷ তাই প্রেম করতে বেরিয়ে সিনেমা তো মাস্ট ৷ ঠিক করেছেন ? কোন ছবি দেখবেন প্রিয় মানুষের সঙ্গে ! বলিউডের বক্স অফিসে মুক্তি পেয়েছে দুটি ছবি ‘ফিতুর’ আর ‘সনম রে’ ! ‘

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: সরস্বতী পুজো মানেই বাঙালির ‘ভ্যালেন্টাইনস ডে’ ৷ তাই প্রেম করতে বেরিয়ে সিনেমা তো মাস্ট ৷ ঠিক করেছেন ? কোন ছবি দেখবেন প্রিয় মানুষের সঙ্গে ! বলিউডের বক্স অফিসে মুক্তি পেয়েছে দুটি ছবি ‘ফিতুর’ আর ‘সনম রে’ ! ‘ফিতুর’-এর পরিচালক অভিষেক কাপুর ৷ ‘সনম রে’ পরিচালনা করেছেন দিব্যা খোসলা কুমার ৷ ‘ফিতুর’ ছবিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ, টাব্বু ও আদিত্য রায় কাপুর ৷ ‘সনম রে’তে অভিনয় করেছেন পুলকিত সম্রাট, ইয়ামি গৌতম ও উর্বশী রৌতেলা ৷ তা কেমন হল এই ছবি দুটি ৷

  ফিতুর

  চার্লস ডিকেন্সের লেখা গল্প ‘গ্রেট এক্সপেকটেশন’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে ‘ফিতুর’ ৷ ছবিটি আদ্যপান্থ প্রেমের ছবি ৷ ছবি শুরু থেকেই এগিয়েছে একটু ধীর গতিতে ৷ বেশ কিছু দৃশ্য অতিনাটকীয়তার দোষে দুষ্ট ৷ অভিনয়ের দিক থেকে একাই দায়িত্ব নিয়েছিলেন টাব্বু ৷ আদিত্য, ক্যাটরিনা শুধুই সুন্দর প্রেমিক-প্রেমিকা হয়ে থেকেছেন ৷ অল্প সময়ের জন্য এসে চমকে দিয়েছেন অজয় দেবগণ ৷ সুন্দর মিউজিক, সুন্দর সিনেম্যাটোগ্রাফিতে দেখতে সুন্দর অভিষেকের ‘ফিতুর’ ৷ কিন্তু চিত্রনাট্য বেশ দুর্বল ৷ কাশ্মীরকে প্রেক্ষাপট করে তৈরি হয়ে সম্পর্কের গল্প বলেছিল বিশাল ভরদ্বাজের ‘হায়দর’ ৷ সে ছবিতেই নজর কেড়েছিল টাব্বু ৷ কিন্তু কাশ্মীরকে শুধুমাত্র সুন্দর ক্যানভাস হিসেবেই ব্যবহার করেছেন অভিষেক কাপুর ৷ গল্পটা বলতে গিয়েই আটকেছেন বার বার ৷ তবে অমিত ত্রিবেদির সুরে ছবির গান অসাধারণ ৷

  সনম রে

  ৯০-এর গল্প, ২০১৬-তে ? ঠিক এই কাণ্ডই ঘটেছে দিব্যা খোসলা কুমারের ‘সনম রে’তে ৷ ছোটবেলায় পাহাড়ে থাকতেন পুলকিত সম্রাট ও ছবির নায়িকা ইয়ামি ৷ ছোটবেলাতে স্কুল থেকে প্রেম ৷ কিন্তু ঘটনাচক্রে পাহাড় থেকে সোজা সমতলে যাত্রা নায়কের ৷ সময় গড়ালো ৷ পুরনো প্রেম উধাও ৷ শহরে নায়ক পেলেন নতুন নায়িকা উর্বশী ৷ কিন্তু নিয়তি লিখেছে অন্য গল্প ৷ ফের সামনে আসে পুরনো প্রেম ইয়ামি ৷ ব্যস, ঘ্যানঘেনে, পুরনো প্রেম শুরু ৷ ভালো গান থেকেই চিত্রনাট্যের হাল বড্ড খারাপ ৷ অভিনয়েও তেমন জোর নেই ইয়ামি-উর্বশীর ৷ সব মিলিয়ে পুরো ছবিটা দেখতে হলে, প্যাকেট ভর্তি পপকর্ন মাস্ট !

  তবে কথায় আছে না, ভগবান যা করেন মঙ্গলের জন্য ৷ সিনেমার পর্দায় যা খুশি হোক, আপনার প্রেম টিকলেই হল ৷

  First published: