Home /News /entertainment /
ফেস ক্যালেন্ডারের চমক শুরু

ফেস ক্যালেন্ডারের চমক শুরু

মোট ছ’জন কন্টেস্টেন্টকে বেছে নেওয়া হয়েছে ৷ যার মধ্যে চারজন মেয়ে এবং দু’জন ছেলে ৷ এদের মধ্যে থেকেই এসএমএস ভোটিং-এর মাধ্যমে বেছে নেওয়া হবে দু’জনকে ৷ এই ‘ওয়াইল্ড কার্ড’-এ সুযোগ পাওয়া মডেলরা যোগ দেবেন বাকি ৩০ জন ফাইনালিস্টের সঙ্গে ৷

আরও পড়ুন...
 • CNN-IBN
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা : ফেস ক্যালেন্ডার শ্যুটে এবার চমক যে থাকবে, সেটা আগেই জানিয়েছিলেন সংস্থার কর্ণধার নীল রায় ৷ নিজের দেওয়া প্রতিশ্রুতি থেকে তিনি যে সরে আসেননি, সেটা পুজো শেষ হতেই হাতে নাতে প্রমাণ পাওয়া গেল ৷ প্রাথমিক পর্বে প্রায় ১৫০ জন প্রতিযোগীদের মধ্যে ৩০ জনকে বেছে নিয়েছিলেন বিচারকরা ৷ বাকি যারা বাদ পড়েছিলেন তাঁদের  মধ্যে থেকে কয়েকজনকে আরও একটা সুযোগ দিতে চেয়েছিল ফেস ৷ সেই ভাবনা থেকেই মোট ছ’জন কন্টেস্টেন্টকে এবার বেছে নেওয়া হয়েছে ৷ যার মধ্যে চারজন মেয়ে এবং দু’জন ছেলে ৷

  Fface calender shoot 2016

  এদের মধ্যে থেকেই এসএমএস ভোটিং-এর মাধ্যমে বেছে নেওয়া হবে দু’জনকে ৷ ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে সুযোগ পাওয়া মডেলরা যোগ দেবেন বাকি ৩০ জন ফাইনালিস্টের সঙ্গে ৷ তারপর সেই ৩২ জনকে নিয়েই শুরু হবে এক অভিনব রিয়্যালিটি শো ৷ তৌসিফ , আদ্রিকা, রূপালি, তানিশা, গৌরব এবং স্নেহার মধ্যে শেষপর্যন্ত কোন দু’জন ফাইনাল পর্বে সুযোগ পাবেন, তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ৷ ওয়াইল্ড কার্ড এন্ট্রিদের ফটোশ্যুট কেমন হল ৷ সেটাই দেখুন নীচের ভিডিওতে ৷

    Story- Siddhartha Sarkar

  First published:

  Tags: Fface, Neil Roy

  পরবর্তী খবর