Home /News /entertainment /

রইল হিন্দি সিনেমার ৯টি আজব গান ,যার মানে না খোঁজাই ভালো

রইল হিন্দি সিনেমার ৯টি আজব গান ,যার মানে না খোঁজাই ভালো

বলিউড সিনেমার সঙ্গে পরিচয় মোটামুটি সবারই রয়েছে। ছবিতে গান একটি বড় ভূমিকা পালন করে।

 • Share this:

  #মুম্বই: বলিউড সিনেমার সঙ্গে পরিচয় মোটামুটি সবারই রয়েছে। ছবিতে গান একটি বড় ভূমিকা পালন করে। গান দিয়েই অনেক সিনেমা হিট হয়ে যায়। তবে এখানে এমন ৯টি গানের কথা বলা হবে,যেগুলো মানে খুঁজতে না চাওয়াই ভালো। যতক্ষণ না মানে খুঁজতে চাওয়া হবে ততক্ষন পর্যন্ত হিট। এমনি কিছু গান রয়েছে যেগুলোর মানে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নি।

  আন্ডা আন্ডা- জোরি  নম্বর ১ গোবিন্দা ও সঞ্জয় দত্ত অভিনীত সিনেমাটি মুক্তি পায় ২০০১ সালে। ‘আগর মুড়গিয়ান না হোতি, তো আন্ডে কাহা সে হোতা?’ অ্যাবসার্ড? নাহ। এই গানটির মানে খুঁজতে না চাওয়াই ভালো। শুনতে বেশ ভালো লাগে। হুক্কা বার -খিলাড়ি ৭৮৬ - অক্ষয় কুমার ও আসিন অভিনীত সিনেমাটি মুক্তি পায় ২০২০ সালে। হিমেশ রেশমিয়া ছবিতে মিউজিক দেন। হিমেশের কণ্ঠে গানটি শুনলে মন নেচে ওঠে। স্ট্রবেরি আখে -সপ্না - অরবিন্দ স্বামী, প্রভু দেবা কাজল অভিনীত সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে। কে কে এর কণ্ঠে গানটি শুনতে বেশ ভালোই লাগে। এ বি বি জি  -কুছ না কাহো অভিষেক বচ্চন ও ঐশর্য অভিনীত সিনেমাটি মুক্তি পায় ২০০৩ সালে। মহালক্ষী আইয়ার ও উদিত নারায়ণের কণ্ঠে এই গানটি শুনতে বেশ ভালোই লাগে। তান্দুরি নাইটস -কর্জ হিমেশ রেশমিয়া ও উর্মিলা মাতন্ডকার অভিনীত সিনেমাটি মুক্তি পায় ২০০৮ সালে। ছবিতে মিউজিক দেন হিমেশ নিজে।  তার কণ্ঠে এই গানটির মানে না খুঁজে নাচলে মন্দ হয় না। ফেবিকল সে -দাবাং সলমন খান ও সোনাক্ষি সিনহা অভিনীত সিনেমাটি মুক্তি পায় ২০১০ সালে। মমতা শর্মা ও ওয়াজিদ আলীর কণ্ঠে ফেবিকল গানটি শুনলে নেচে উঠতে ইচ্ছে হয়। মেরে ভাই কি বিবি -চল মেরে ভাই সলমন খান অভিনীত সিনেমাটি মুক্তি পায় ২০০০ সালে।  অভিজিৎ ও বিনোদ রাঠোরের কণ্ঠে গানটি শুনতে বেশ ভালোই লাগে। টু-গোরি তেরে প্যায়ার মে ইমরান খান ও করিনা কাপুর এর এই সিনেমাটি ২০১৩ সালে সিনেমাহলে আসে।  এই সিনেমায় মমতা শর্মা ,বিশাল দাদলানি ,মিকা সিংহ ও শ্রুতি পাঠকের কণ্ঠে তু গানটি শুনলে মন নেচে ওঠে। চোলি কি পিছে -খলনায়ক সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত অভিনীত খলনায়ক সিনেমাটি ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাহলে মুক্তির পর দারুণ সাড়া মেলে। আলকা ইয়াগনিকের কণ্ঠে গানটি শুনতে বেশ ভালো লাগে।
  Published by:Akash Misra
  First published:

  Tags: Bollywood

  পরবর্তী খবর