#কলকাতা: সাফল্য পেতে কতই না কঠিন পরিশ্রম করতে হয় ৷ সাফল্য তো আর একদিনে আসে না! দিনের পর দিন কঠিন অধ্যাবসায়ের পর জীবনে আসে সাফল্য ৷ আবার কেউ কেউ তো এমন মানুষও আছেন, যিনি সফলতার স্বাদটা ঠিক কী জানেনই না ৷ সেদিক থেকে দেখলে কিন্তু বলা যায় যে, মিমি অনেকটাই লাকি ৷ হ্যাঁ ঠিক ধরেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর কথাই বলা হচ্ছে ৷
জলপাইগুড়ির থেকে এসে একটা মেয়ের টলিউডে রাজ করা তো চাড্ডিখানি কথা নয় ৷ প্রথমে ফেমিনা মিস্ ইন্ডিয়াতে অংশগ্রহণ ৷ এরপর ‘চ্যাম্পিয়ন’নামে একটি ধারাবাহিকে অভিনয় ৷ সেই শুরু এরপর অভিনেত্রী হিসেবে তাঁর দ্বিতীয়বার অ্যাপিয়ারেন্স পসেনজিৎ চট্টোপাধ্যায়ের হোম প্রোডাকশন ‘গানের ওপারে’ ধারাবাহিকে ৷ এই ধারাবাহিকের ‘পুপে’চরিত্রে অভিনয় করেছিলেন নায়িকা ৷ এই ধারাবাহিকের খ্যাতি তাঁকে আলোয় এনে দেয়। এই ছবির পরেই তাঁর কাছে আসতে থাকে একের পর এক ছবির অফার ৷ ২০১২ সালে অর্জুন চক্রবর্তীর বিপরীতে তাঁকে দেখা যায় ‘বাপি বাড়ি যা’ছবিতে ৷ আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে ৷ পর পর রুপোলি পর্দায় দেখা গিয়েছে মিমিকে ৷
আর এই সাফল্য যেমন তাঁর কঠোর পরিশ্রমের ৷ তেমনই তাঁর এই সাফল্যের পিছনে রয়েছেন আরও একটি মানুষ ৷ তিনি হলেন মিমি চক্রবর্তীর বাবা অরুণ চক্রবর্তী ৷ আর এই মানুষটিই হল মিমির জীবনের সব শক্তির আধার ৷ যিনি সব সময় স্তম্ভের মতো মিমির পাশে দাঁড়িয়ে রয়েছেন ৷ এমনকী তিনিই নাকি মিমি জীবনে দেখা সব চাইতে হ্যান্ডসাম পুরুষ ৷ আসলে আজ ‘ফাদার্স ডে’৷ সেই কারণে বাবাকে নিয়ে এমন সুন্দর একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন অভিনেত্রী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Father Day, Mimi Chakraborty, Tollywood Actress, Tollywood Celebrity, মিমি চক্রবর্তী