#পটনা: প্রায় গোটা পটনার মানুষ হাজির হয়েছেন সুশান্ত সিং রাজপুতের পটনার বাড়িতে ৷ গোটা পটনা এখনও বিশ্বাসই করতে পারছে না, তাঁদের ঘরের ছেলে ‘নায়ক’ আর নেই ৷ বিশ্বাস করতে পারছে না, কাউকে কিছু না জানিয়ে এভাবে বিদায় নিলেন সুশান্ত ৷ আর বাড়ির লোক, মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শব্দ হারিয়েছেন ৷ ছেলের মৃত্যুর খবর কানে পৌঁছতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কুমার সিং ৷ কারও সঙ্গেই কথা বলছেন না তিনি ৷ ঘরের পরিচারিকা জানিয়েছেন, ফোনেই ছেলের মৃত্যুর খবর পান সুশান্ত সিংয়ের বাবা ৷ আর তার পর থেকেই বিছানায় শয্যাশায়ী ৷ চণ্ডীগড় থেকে পটনায় আসছেন সুশান্তের বোন ৷ রবিবার সকালে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তাঁর নিজস্ব ফ্ল্যাটে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা ৷ তবে কী কারণে অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করতে পারেন, তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে ৷ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ৷ প্রাথমিক তদন্তে, ঘর থেকে পাওয়া গিয়েছে অভিনেতার মেডিক্যাল রিপোর্ট ৷ রিপোর্ট অনুযায়ী, গভীর মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত ৷ এটাই কী আত্মহত্যার কারণ? খতিয়ে দেখছে মুম্বই পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sushant singh Rajput