#মুম্বই: বিয়ের খবরে সরগরম বলিউড ! কিছুদিন আগেই নেহা কক্করের বিয়ের খবর প্রকাশ্যে এসেছে উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের খবরে তবে কোনও পক্ষ থেকেই খবরের সত্যতা এখনও পর্যন্ত যাচাই করা হয়নি ৷ আরও এক বিয়ের খবর কান পাতলেই শুনতে পাওয়া যাচ্ছে সেটি হল অভিনেতা ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের বিয়ের খবর ৷ তাঁরা একে অপরকে বেশ লম্বা সময় ধরে ডেট করছেন ৷
आप सभी को दिवाली कि शुभकामनाएँ। Happy Diwali to you and your loved ones. @shibanidandekar A post shared by Farhan Akhtar (@faroutakhtar) onView this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় শিবানীর রোমান্টিক ছবিতে সরগরম হয়েছে ৷ তাঁদেরকে ইন্ডাসট্রির সব থেকে সুন্দর জুড়ি বলেও অনেকে আখ্যা দিয়েছেন ৷ ২০০০ সালে ফারহান আখতার ও অধুনার বিয়ে হয়েছিল ৷ ৬ বছরের মাথায় সেই বিয়ে ভেঙে যায় ৷ ফারহান ও অধুনার দুটি সন্তান রয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Big Wedding, Bollywood, Farhan Akhtar, Shibni Dandekar