#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। হামেশাই নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি শেয়ার করে চলেছেন। এ বার নিজের পোষ্য জিমি’র সঙ্গে ছবি শেয়ার করে ভক্তদের ভালবাসা কুড়োলেন বলিউড অভিনেতা ফারহান আখতার। তাঁদের মিষ্টি ছবিটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফারহানের নয়া অবতার দেখেও মুগ্ধ নেটিজেনরা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি তুলেছেন ফারহান কন্যা আকিরা। ছবির নিচে ক্যাপশনে লেখা ‘’জিমি গট জোকস্’’ এবং ছবির সৌজন্যে মেয়ের নাম।
ছবিটি শেয়ারের পর শুধু ভক্তরাই নয়, ফারহানের বহু দিনের প্রেমিকা শিবানী ডান্ডেকরও কমেন্টে লিখেছেন, ‘’ফ্যাভ বয়েজ’’।
দুজনেই সম্পর্ক নিয়ে ভীষণ খোলামেলা। বিনোদন জগতে সেলিব্রিটি কাপল হিসেবে তাঁদের নাম উঠে আসে প্রথম সারিতে। প্রায় এক বছরের উপর তাঁরা ডেট করছেন। নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে কেউই পিছু পা হন না। কিছু দিন আগে এই তারকা জুটি মালদ্বীপ ঘুরে এসেছেন। সেই সব ছবি এখনও তাঁদের ইনস্টাগ্রাম পেজে জ্বলজ্বল করছে।
ফারহান এখন অপেক্ষা করে রয়েছেন তাঁর পরবর্তী সিনেমা ‘তুফান’ মুক্তির আশায়। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত এই ছবিতে তাঁকে দেখা যাবে একেবারে অন্য রূপে। ফারহান এখানে এক জন জাতীয় স্তরের বক্সারের চরিত্রে অভিনয় করছেন। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১৪ সেপ্টেম্বর, কিন্তু লকডাউনের জন্য মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। সিনেমা হলে কবে আসবে 'তুফান' সেই বিষয় কিছু জানান হয়নি।