হোম /খবর /বিনোদন /
মেদ বাড়িয়ে হয়েছিলেন ‘ফুলকো লুচি’ ! টুক করে হ্যান্ডসাম হয়ে ফিরলেন ফরদিন খান

মেদ বাড়িয়ে হয়েছিলেন ‘ফুলকো লুচি’ ! টুক করে হ্যান্ডসাম হয়ে ফিরলেন ফরদিন খান, কীভাবে?

আসুন এবার মোদ্দা কথায় আসি ৷ বলিউড অভিনেতা ফিরোজ খানের ছেলে ফরদিন খান ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ছিল রুমাল, হয়ে গেল বেড়াল ৷ তবে এই গপ্পোটা বরং এক্ষেত্রে উল্টোই ৷ মানে ছিলেন বেড়াল, হয়ে গেলেন রুমাল ৷ ভাবছেন এ আবার কেমন ঘুরে ঘুরে নাক ধরার গল্প !

আসুন এবার মোদ্দা কথায় আসি ৷ বলিউড অভিনেতা ফিরোজ খানের ছেলে ফরদিন খান ৷ দেখতে খাসা, নাচে-গানে দারুণ ৷ কিন্তু অভিনয়টা ফরদিনের ঠিক আসে না ! তাই আর কি? দু’একটা ছবি করে কেরিয়ারে জমালেন ফুলস্টপ ! তারপর থেকে তো একেবারেই গায়েব ৷

তবে এখন বলিউড বাজারে নতুন ট্রেন্ড ৷ পাপারাৎজিদের ক্যামেরা থেকে কেউ বাদ পড়ছেন না ৷ যে যেখানেই থাকুন না কেন, খুঁজে পেতে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷

ঠিক এমনটিই ঘটেছিল ফরদিন খানের সঙ্গেও ৷ হঠাৎ করে মেদ বাড়িয়ে সেই হ্যান্ডসাম ফরদিন খানের রূপ যে ফুলকো লুচি ! হ্যাঁ, নেটিজেনরা এমনটি বলেই ট্রোল করেছিলেন ফরদিন খানকে ৷ এমনকী, প্রথম প্রথম ট্রোলের জবাব দিলেও, পরের দিকে অবশ্য চুপ করে গিয়েছিলেন ফরদিন ৷

তবে কেন চুপ করেছিলেন, তার হাতে-নাতে জবাব দিলেন ফরদিন নিজেই ৷ তবে মুখের কথায় নয়, বরং কাজেই জবাব দিলেন ৷

গপ্পোটা হল, যে পাপারাৎজিরা ফরদিনের ফুলকো লুচি-র চেহারা ভাইরাল করেছিল, সেই পাপারাৎজিরাই এবার হ্যান্ডসাম লুকে ফেরার ছবি ছড়িয়ে দিলেন ইন্টারনেটে ৷ যারা এতদিন ফরদিনকে নিয়ে ঠাট্টায় মেতে ছিলেন, তাঁদের মুখে একেবারে কুলুপ ৷

ফরদিন এখন ফিট অ্যান্ড ফাইন ৷ আর একেবারে সেই আগুনের গোলার মতো হটনেস নিয়ে হাজির ৷

তা এটা সম্ভব হলো কী করে?

সম্প্রতি মুকেশ ছাবড়ার অফিসে দেখা গিয়েছে ফরদিনকে ৷ শোনা যাচ্ছে তিনি খুব শীঘ্রই আবার কামব্যাক করতে চলেছেন বলিউডে ৷ আর চেহারা বদলে যাওয়ার ব্যাপারে খোঁজ নিতেই জানা গিয়েছে, ফরদিন নাকি চ্যালেঞ্জ নিয়েছিলেন নিজেই নিজেকে ৷ আর সেই চ্যালেঞ্জের জন্যই কঠিন ডায়েট আর এক্সারসাইজে এই নতুন ভোলবদল ৷ আর সঙ্গে ট্রোল করা নেটিজেনদের জন্য যোগ্য জবাব !

Published by:Akash Misra
First published:

Tags: Bollywood, Fardeen Khan